SIR এর জন্য ফোন করে OTP চাওয়া হচ্ছে না, সতর্ক করছে নির্বাচন কমিশন ও পুলিশ

Published : Nov 18, 2025, 12:24 PM IST
bihar election 2025 voter list update 65 lakh names removed check online

সংক্ষিপ্ত

সোশাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্টভাবে জানানো হল, এসআইআরের ফর্মপূরণে মোবাইল নম্বর দিতে হলেও ওটিপি ভেরিফিকেশনের কোনও বিষয় নেই। তাই কেউ ফর্মপূরণের নামে ওটিপি চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

OTP চেয়ে সাইবার অপরাধের ঘটনা প্রায় আসে। SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় সেই রকম অপরাধ বাড়তে পারে। এই আশঙ্কায় সতর্ক ভারতের নির্বাচন কমিশন। সোমবার এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটারদের জন্য সতর্কবার্তা জারি করা হল।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে সোমবারের সতর্কবার্তায় জানানো হয়েছে, 'সবার অবগতির জন্য জানানো হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে কোনও OTP চাওয়া হচ্ছে না। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত কোনও কাজের জন্য কোনও মোবাইল নম্বরে কোনও OTP চাইবে না'

অর্থাৎ কমিশন সাফ জানিয়ে দিয়েছে, SIR বা ভোটার তালিকার সংশোধনের জন্য কোনও OTP প্রয়োজন হবে না। যদি ফোনে এই সংক্রান্ত মেসেজ আসে বা কোনও ব্যক্তি OTP চান, তাহলেও তা দেওয়া উচিত নয়।

এর আগে বিভিন্ন সংস্থা নাম করে, আধার কার্ডের ভেরিফিকেশন, ব্যাঙ্কের নাম করে ওটিপি নিয়ে জালিয়াতির ঘটনা নতুন নয়। প্রায়ই এই পদ্ধতিতে ফাঁদ পেতে আমজনতার অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় প্রতারকরা। গত কয়েকবছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এহেন একাধিক অভিযোগ জমা পড়েছে ভুরি ভুরি। তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কিনারা করা যায়নি, এমন কেসও রয়েছে। তবে বারবার পুলিশ-প্রশাসনের তরফে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে। ফোন করে ওটিপি চাইলে কাউকে তা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বারবার।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য