দুর্দান্ত ঘোষণা রাজ্য সরকারের! বাড়ানো হল এই ভাতা-প্রতিমাসে অতিরিক্ত টাকা ঢুকবে অ্যাকাউন্টে

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালু করা হয়ে থাকে। এইবার বাড়ানো হল এক বিশেষ ভাতা। এতে উপকার পাবেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ।

Parna Sengupta | Published : Jun 19, 2024 5:12 AM IST / Updated: Aug 01 2024, 03:40 PM IST

110

রাজ্য সরকারের দেওয়া সরকারি প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের কোটি কোটি উপভোক্তারা সরাসরি আর্থিক সাহায্য থেকে শুরু করে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বছরের পর বছর ধরে রাজ্য সরকারের তরফ থেকে সুবিধা দিয়ে আসছে।

210

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল প্রকল্পের মধ্য দিয়ে সরাসরি অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়, এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার।

310

রাজ্য সরকারের তরফে এছাড়াও চালু করা হয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প। তবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পকে অতীত করে এবার আরও একটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়ে গেল।

410

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে ঘোষণা হল বার্ধক্য ভাতা নিয়ে। এই প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশি বয়সী রাজ্যের বাসিন্দাদের প্রতিমাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।

510

রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে নতুন যে ঘোষণা করা হয়েছে সেই খবর শুনলে খুশিতে আত্মহারা হয়ে উঠবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা। কেন্দ্রের থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজস্ব বাবদ কম করে দেড় লক্ষ কোটি টাকা পায়।

610

এই বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকার কারণে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালানোর ক্ষেত্রে নানান ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে রাজ্যকে।

710

তবে রাজ্য সেই সকল অসুবিধাকে দূরে সরিয়েও প্রকল্পগুলির সুবিধা প্রদানের ক্ষেত্রে কোন খামতি রাখছে না। আর এসবের মধ্যেই রাজ্য সরকার বার্ধক্য ভাতা নিয়ে খুশির খবর শোনালো।

810

রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নতুন করে ৫০০০০ উপভোক্তাকে যুক্ত করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ২০ লক্ষ ১৫ হাজার উপভোক্তাদের প্রতিমাসে এক হাজার টাকা করে প্রদান করা হয়।

910

নতুন করে ৫০ হাজার উপভোক্তা সংযুক্ত হওয়ার ফলে সংখ্যাটা দাঁড়াবে ২০ লক্ষ ৬৫ হাজার। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য ২০২১ সালে টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।

1010

এই প্রকল্পে যে সকল উপভোক্তারা টাকা পান তাদের ১ হাজার টাকার মধ্যে ৬০ থেকে ৮০ বছর বয়সী উপভোক্তাদের ২০০ টাকা এবং ৮০ বছরের ঊর্দ্ধের উপভোক্তাদের ৩০০ টাকা করে দেয় কেন্দ্র। বাকি টাকা দিয়ে থাকে রাজ্য সরকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos