Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষায় বড় বদল! আরও এগিয়ে গেল পরীক্ষা, জেনে নিন নতুন সূচি

মাধ্যমিক পরীক্ষায় বড় বদল! আরও এগিয়ে গেল পরীক্ষা, জেনে নিন নতুন সূচি

Anulekha Kar | Published : Jun 29, 2024 3:29 AM IST / Updated: Jun 29 2024, 09:13 AM IST

এগিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। আগে ১৪ ফেব্রুয়ারির জায়গায় ১২ ফেব্রুয়ারি পরীক্ষা হওয়ার কথা ছিল। এবার সেই দিন পালটে আরও ২ দিন এগিয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। বর্তমান সূচি অনুযায়ী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা।

২০২৫ সালে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্য়মিক। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বেশ খানিকটা এগিয়ে আনা হয়েছে পরীক্ষা সূচি। নতুন রুটিনে বেশ অনেকটা এগিয়ে গিয়েছে অঙ্ক পরীক্ষাও। মাধ্যমিকের শেষের দিনে অঙ্ক পরীক্ষা হয়।

কিন্তু এইবার ফার্স্ট ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরেই অঙ্ক দিতে হবে পড়ুয়াদের। তবে অঙ্ক পরীক্ষার আগে চার দিন ছুটি পাচ্ছেন পড়ুয়ারা।

আসুন জেনে নেওয়া যাক নতুন রুটিন-

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

১০ ফেব্রুয়ারি (সোমবার)- প্রথম ভাষা

১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- দ্বিতীয় ভাষা

১৫ ফেব্রুয়ারি (শনিবার)- অঙ্ক।

১৭ ফেব্রুয়ারি (সোমবার)- ইতিহাস।

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- ভূগোল।

১৯ ফেব্রুয়ারি (বুধবার)- জীবনবিজ্ঞান।

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)- ভৌতবিজ্ঞান।

২২ ফেব্রুয়ারি (শনিবার)- ঐচ্ছিক বিষয়।

কখন পরীক্ষা শুরু হবে? কখন শেষ হবে?

সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। চলবে দুপুর পর্যন্ত। প্রথম ১৫ মিনিট লেখা যাবে না। সকাল ১১ থেকে লেখা শুরু করতে পারবেন শিক্ষার্থীরা।

এ ছাড়াও বেশ কিছু বদল রয়েছে রুটিনে যেমন-

ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার সূচি এখনও ঘোষণা করা হয়নি।

সেলাই পরীক্ষা চলবে ৪ ঘণ্টা ১৫ মিনিট।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Hawker Eviction : মুখ্যমন্ত্রীর সময় দেওয়ার পরও, কৃষ্ণনগরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ফুটপাতের দোকান
Nadia Bomb Blast: শান্তিপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত
Bongaon News : ফের গুজব! বারাসাত, দত্তপুকুর, বিরাটির পর এবার বনগাঁ! একি কাণ্ড
Daily Horoscope Live: ২৯ জুন শনিবার মেষ থেকে মীন রাশির কেমন কাটবে আজকের দিন, দেখুন জ্যোতিষ কথা
Gold Robbery : ফের দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান,আবার দুঃসাহসিক ডাকাতির খবর সামনে এলো