Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে বিরাট আপডেট, আপনি জানেন তো?

Published : Dec 13, 2024, 01:07 PM IST

এই মুহূর্তে রাজ্যের অন্যতম সেরা একটি প্রকল্পের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’ (Lakshmir Bhandar)

PREV
110
রাজ্যের মহিলাদের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে চালু হয় এই প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই শুরু হয় ‘লক্ষ্মীর ভান্ডার’

210
যার সুবিধা পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা

সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউঁন্টে পৌঁছে যাচ্ছে টাকা।

310
আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন তারা

বলা চলে, রাজ্য সরকারের অন্যতম একটি হিট প্রকল্প।

410
আর এই ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে এল বড় আপডেট

কী জানা যাচ্ছে? 

510
চলতি ডিসেম্বর মাসে আরও বেশি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন

অর্থাৎ, সংখ্যাটা আরও বাড়ল।

610
শুধু তাই নয়, বার্ধক্য ভাতা নিয়েও বড় আপডেট এল এবার

বার্ধক্য ভাতার টাকাও আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে বলে জানা গেছে।

710
জানা গেছে, নতুন করে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলা সুবিধা পাবেন

তাদের কাছে পৌঁছে যাবে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা।

810
যতদিন তারা বেঁচে থাকবেন, ততদিন তারা এই টাকা পাবেন

নিঃসন্দেহে, বিরাট আপডেট।

910
অন্যদিকে, বিধবা ভাতার গ্রাহক সংখ্যাও বাড়বে

এই কথা আগেই জানান মুখ্যমন্ত্রী।

1010
কিন্তু ‘লক্ষ্মীর ভান্ডার’ যেন আরও বেশি করে পৌঁছে যাচ্ছে
click me!

Recommended Stories