গরমের মতোই ভয়াবহ শীত আসছে! রাজ্য জুড়ে শুরু হবে প্রবল শৈতপ্রবাহ, কতদিন চলবে এই ভয়ঙ্কর অবস্থা?

গরমের মতোই ভয়াবহ শীত আসছে! রাজ্য জুড়ে শুরু হবে প্রবল শৈতপ্রবাহ, কতদিন চলবে এই ভয়ঙ্কর অবস্থা?

Anulekha Kar | Published : Dec 13, 2024 6:54 AM
17

আসছে ভয়াবহ শীত। হঠাৎ করেই বেশ অনেকটা তাপমাত্রা নেমে যাবে রাজ্য জুড়ে।

27

জাঁকিয়ে পড়তে চলেছে শীত। ১৩ থেকে ১৫ই ডিসেম্বর শৈতপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

37

আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। উত্তুরে হাওয়া বইবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যে।

47

দু-এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকবে। এ ছাড়া দিনভর থাকবে আকাশ পরিষ্কার।

57

পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বইবে শৈত্য প্রবাহ। শনি ও রবিবারও শৈত প্রবাহের আশঙ্কা।

67

এক ধাক্কায় বেশ অনেকটা নেমে গিয়েছে পারদ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

77

দিন কয়েকের মধ্যে ঝুপ করে বেশ অনেকটা নেমে যাবে পারদ। কুয়াশায় আচ্ছন্ন হবে রাজ্যের বিভিন্ন জেলা। উত্তরবঙ্গেও জাঁকিয়ে পড়বে ঠান্ডা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos