বাংলার DA মামলা নিয়ে বিরাট আপডেট! সুপ্রিম কোর্টের শুনানি কখন? সরকারি কর্মীদের জন্য নতুন খবর

Published : May 14, 2025, 02:40 PM IST

গত আড়াই বছর ধরে প্রায় ১৭ বার ডিএ (Dearness Allowance) মামলাটির শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতেই বাংলার DA মামলা নিয়ে বিরাট আপডেট! সুপ্রিম কোর্টের শুনানি কখন?

PREV
110

আজ বুধবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলাটি (DA Case) সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ।

210

সেই দিকে এখন নজর সকলের।

410

বুধবার কখন মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে? জানুন।

510

বুধে কখন মামলা উঠবে? Dearness Allowance

আজ দুপুর ২টো নাগাদ রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠবে।

610

কজলিস্টে অনুযায়ী শীর্ষ আদালতের ১৫ নম্বর কক্ষে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি রয়েছে। সিরিয়াল নম্বর ৪০ এ রয়েছে মামলাটি।

710

এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বুধবার দুপুর দুটোয় বকেয়া ডিএ মামলাটি শোনার কথা আছে। সেই মামলা শোনার জন্য মোটামুটি ৫৫ মিনিট মতো সময় থাকবে।

810

সেই মতো আজ শুনানি হয় কি না সেটাই দেখার।

910

৫৫ মিনিটের ব্যাখ্যা দিয়ে সম্প্রতি মলয় মুখোপাধ্যায় বলেন, দুপুর তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত একটি স্পেশাল বেঞ্চে অন্য মামলা শুনবেন বিচারপতি কারোল।

1010

তাই অনুমান করা হচ্ছে এই মামলার জন্য ৫৫ মিনিট পর্যন্ত সময় থাকবে। আজকের শুনানিতে এই মামলার ফয়সালা হয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

click me!

Recommended Stories