তৃণমূলের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট! এবার থেকে প্রতি মাসে মিলবে ২০০০ টাকা?

Published : Nov 05, 2024, 02:10 PM IST

লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য হাত খরচের কথা চিন্তা করে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নাকি বাড়তে পারে এই প্রকল্পের টাকা! দুর্দান্ত খবর আসতে চলেছে রাজ্যের মহিলাদের জন্য।

PREV
112

২০২১ সালের বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের উদ্ভাবন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার।

212

যদিও এই প্রকল্প নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগেই জানিয়ে ছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য।

312

আগে এই প্রকল্পের শুরুতে মুখ্যমন্ত্রী জানান মহিলারা ৫০০ ও ১০০০ টাকা করে পাবেন। শুধু মাত্র মহিলাদের মানতে হবে কিছু শর্ত ও নিয়মাবলী।

412

সেগুলি ঠিকঠাক থাকলেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই ক্রমে ৫০০ ও ১০০০ টাকা করে পাবেন।

512

৫০০ টাকা বরাদ্দ ছিল সাধারণ মহিলাদের জন্য ও ১০০০ টাকা বরাদ্দ ছিল তপশিলি ও অন্যান্য উপজাতিদের জন্য।

612

পরে যদিও এই টাকা বাড়িয়ে ৫০০ টাকা অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য ১০০০ করা হয় ও তপশিলি উপজাতিদের জন্য ১০০০ টাকা টিকে বাড়িয়ে ১২০০ করা হয়।

712

এবার নয়া ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। অনুদান নাকি ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে!

812

এ কথা ঘোষণা করা হয়েছে খোদ তৃণমূলের তরফ থেকে! এই খবরে রীতিমত খুশি রাজ্যের মহিলারা। ইতিমধ্যেই আপডেট পৌঁছে গেছে তাঁদের কাছে।

912

দলের বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দু'হাজার টাকা করার ঘোষণা করেছেন তৃণমূলের প্রধান।

1012

তবে এরপরই বর্তমান রাজ্য সরকারকে ভাতা ও অনুদানের সরকার বলে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি।

1112

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্লক ও অঞ্চল ভিত্তিক তৃণমূলের বিজয়া সম্মিলনী সহ প্রবীণ কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। পটাশপুরে সাউৎখণ্ড অঞ্চল তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা বেড়ে দু'হাজার টাকা হবে বলে ঘোষণা করলেন পঞ্চায়েত প্রধান।

1212

তৃণমূলের প্রধান বিজনবন্ধু বাগ বলেন, "আরজি কর কাণ্ডে আমরাও সুবিচার চাইছি। আমাদের নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করেছেন। মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল আমাদের দলের বিরুদ্ধে কুৎসা করছেন। ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বেড়ে দুহাজার টাকা হবে।"

click me!

Recommended Stories