Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনায় মে মাসেই মিলতে পারে দ্বিতীয় কিস্তির টাকা! মিলল বড় আপডেট

Published : Apr 22, 2025, 10:24 AM IST

পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনায় বেশ কিছু পরিবর্তন আনছে, যা রাজ্যের গৃহহীন ও দুস্থ পরিবারগুলোর জন্য উপকারী হবে। প্রকল্পের অধীনে দ্বিতীয় কিস্তির টাকা মে মাসেই দেওয়া হতে পারে এবং বাড়ি নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে।

PREV
18

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনায় রাজ্যের গৃহহীণ ও দুস্থ পরিবারগুলোর জন্য সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণের প্রকল্পে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছেন, এই প্রকল্পের উন্নয়নের জন্য।

28

রাজ্য সরকারের মতে বাংলা আবাস যোজনায় এই পরিবর্তনগুলো আনলেই রাজ্যের গৃহহীণ ও দুস্থ পরিবারগুলো উপকৃত হবে।

38

তাই জেনে নেওয়া যাক রাজ্য পরিচালিত প্রকল্পগুলির মধ্যে অন্যতম গুরুত্বরূপর্ণ এই আবাস যোজনায় কি কি পরিবর্তন আনা হয়েছে।

48

এই আবাস যোজনায় কেন্দ্রীয় সরকারে টাকা আসা বন্ধ হওয়ার পর থেকেই রাজ্য এই প্রকল্প চালানোর দায়িত্ব নিয়েছে। ফলে মমতা সরকার এই যোজনায় কেন্দ্রের তরফ থেকে বন্ধ করে দেওয়া টাকা ঢালছে রাজ্য।

58

ইতিমধ্যেই বাংলা আবাস যোজনায় যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তারা তাদের প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। তবে এবার মনে করা হচ্ছে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময়ও এগিয়ে আনতে পারে মমতা সরকার।

68

একাংশের মতে মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয় সমাপ্ত করবে রাজ্য সরকার। যার ফলে কয়ের লক্ষ দুস্থ পরিবারের উপকার হবে।

78

এই বাংলা আবাস যোজনা প্রকল্পে মোট ১.২০ লক্ষ করে পরিবার পিছু অর্থ সাহায্য করা হয়। তবে কিছু সময় এই কাজ থেমে থাকলেও দ্রুত এই কাজ সম্পন্ন করার বিষয়ে ভাবছে রাজ্য সরকার।

88

সবচেয়ে বড় বিষয় বাংলা আবাস যোজনায় মজবুত বাড়ি তৈরির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে। ফলে এলাকায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

click me!

Recommended Stories