Teacher Protest: চাকরিহারাদের 'যোগ্য তালিকা' প্রকাশের দাবি, ধুন্ধুমার SSC ভবন চত্ত্বর

Published : Apr 21, 2025, 07:48 PM IST

SSC Scam Teacher Protest: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা আর শিক্ষাকর্মীরা। কিন্তু সোমবার যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। 

PREV
110
চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ

নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা আর শিক্ষাকর্মীরা। কিন্তু সোমবার যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা।

210
তলিকার দাবি

আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন ২১ এপ্রিল যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। একই দাবিতে সরব ছিলেন চাকরিহারা শিক্ষকরা।

310
সকাল থেকেই বিক্ষোভ

যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সকাল থেকেই বিক্ষোভে উত্তাল ছিল এসএসসি ভবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাকরিহারাদের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে।

410
৬টা পর্যন্ত তালিকা প্রকাশ হয়নি

সন্ধ্যে ৬টা পর্যন্ত তালিকা প্রকাশ না হওয়ায় চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ আরও বাড়তে থাকে। তারা পুলিশের ব্যারিকেড ছেড়ে এসএসসি ভবনের দিকে এগিয়ে যেতে থাকে।

510
এসএসসি ভবনে অবস্থান

এসএসসি ভবনের ভিতরে অবস্থানে ১৩, বাইরে বিক্ষোভ বাকিদের। পরিস্থিতি সামলাতে গিয়ে হিমসিম খাচ্ছে পুলিশ। এক চাকরিহারা শিক্ষকের কথায়, ‘‘নোংরামি খেলা হচ্ছে। আন্দোলন ভেঙে দেওয়ার প্ল্যান হচ্ছে। যোগ্যদের তালিকা দিতেই হবে। না-হলে বিক্ষোভ চলবে।’’

610
চাকরিহারাদের দাবি

চাকরিহারা শিক্ষকরা সরাসরি যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে সরব হয়েছে। চাকরিহারাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা নতুন করে কোনও কাউন্সেলিংয়ে রাজি নয়। তারা চান দ্রুত তালিকা প্রকাশ করা হোক।

710
চাকরিহারাদের হুঁশিয়ারি

চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানিয়েছে, তারা রাত জাগবেন, তাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। চেয়ারম্যানকে আটকে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

810
মোতায়েন পুলিশ বাহিনী

চাকরিহারাদের বিক্ষোভ সামাল দিতে এসএসসি ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

910
তালিকা নয় ওএমআর শিট

চাাকরিহারাদের দাবি কোনও কাউন্সিলিংয়ের অজুহাত চলবে না। যোগ্যদের লিস্ট লাগবে। তা না হলে এক্ষুনি ২২ লক্ষ OMR পাবলিশড করুন।

1010
অবরুদ্ধ সল্টলেক

চাকরিহারাদের আন্দোলনে অবরুদ্ধ সল্টলেট। চাকরিহারা জানিয়েছেন, তাঁরা কোনও দিশা খুঁজে পাচ্ছেন না। সরকার তাদের নিয়ে কী করতে চাইছে তাও তাদের কাছে স্পষ্ট নয়।

Read more Photos on
click me!

Recommended Stories