সন্ধ্যে ৬টা পর্যন্ত তালিকা প্রকাশ না হওয়ায় চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ আরও বাড়তে থাকে। তারা পুলিশের ব্যারিকেড ছেড়ে এসএসসি ভবনের দিকে এগিয়ে যেতে থাকে।
510
এসএসসি ভবনে অবস্থান
এসএসসি ভবনের ভিতরে অবস্থানে ১৩, বাইরে বিক্ষোভ বাকিদের। পরিস্থিতি সামলাতে গিয়ে হিমসিম খাচ্ছে পুলিশ। এক চাকরিহারা শিক্ষকের কথায়, ‘‘নোংরামি খেলা হচ্ছে। আন্দোলন ভেঙে দেওয়ার প্ল্যান হচ্ছে। যোগ্যদের তালিকা দিতেই হবে। না-হলে বিক্ষোভ চলবে।’’
610
চাকরিহারাদের দাবি
চাকরিহারা শিক্ষকরা সরাসরি যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে সরব হয়েছে। চাকরিহারাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা নতুন করে কোনও কাউন্সেলিংয়ে রাজি নয়। তারা চান দ্রুত তালিকা প্রকাশ করা হোক।
710
চাকরিহারাদের হুঁশিয়ারি
চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানিয়েছে, তারা রাত জাগবেন, তাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। চেয়ারম্যানকে আটকে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
810
মোতায়েন পুলিশ বাহিনী
চাকরিহারাদের বিক্ষোভ সামাল দিতে এসএসসি ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
910
তালিকা নয় ওএমআর শিট
চাাকরিহারাদের দাবি কোনও কাউন্সিলিংয়ের অজুহাত চলবে না। যোগ্যদের লিস্ট লাগবে। তা না হলে এক্ষুনি ২২ লক্ষ OMR পাবলিশড করুন।
1010
অবরুদ্ধ সল্টলেক
চাকরিহারাদের আন্দোলনে অবরুদ্ধ সল্টলেট। চাকরিহারা জানিয়েছেন, তাঁরা কোনও দিশা খুঁজে পাচ্ছেন না। সরকার তাদের নিয়ে কী করতে চাইছে তাও তাদের কাছে স্পষ্ট নয়।