Lok Sabha Election Results Live Update: বীরভুম কেন্দ্রের ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট

Published : Jun 04, 2024, 07:31 AM ISTUpdated : Jun 04, 2024, 12:17 PM IST
Satabdi Roy

সংক্ষিপ্ত

Lok Sabha Election Results Live Update: বীরভুম কেন্দ্রের ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট

বীরভুমে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এই কেন্দ্রে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি।

সকাল ৮টা থেকে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু। চূড়ান্ত প্রস্তুতি সারা। যুযুধান সব পক্ষ মেপে নিচ্ছেন পায়ের তলার জমি। এই কেন্দ্রে মূলত লড়াই বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য বনাম তৃণমূলের শতাব্দী রায় মধ্যে। তার সঙ্গে কংগ্রেস প্রার্থী মিলটন রশিদও জেতার বিষয়ে আশা প্রকাশ করেছেন। শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসেন তা সময় বলবে। বীরভূম কেন্দ্রের (Birbhum Lok Sabha Constituency) ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট (Lok Sabha Election Results Live Update) দেখুন আমাদের সঙ্গে।

PREV
click me!

Recommended Stories

'শাহাজাহান যা করেছিল মমতাও তাই করল', মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর
দিল্লিতে শাহর দফতরে তৃণমূলের ধরনা! চ্যাংদোলা করে সরালো পুলিশ | TMC Protest Delhi | ED Raids IPAC