তরুণীর পর এবার প্রচারে বেড়িয়ে যুবককে ধরে চুমু খেলেন খগেন মুর্মু! দেখুন ভাইরাল ছবি

Published : Apr 10, 2024, 01:07 PM IST
Khagen

সংক্ষিপ্ত

তরুণীর পর এবার এক যুবককে চুমু খেলেন খগেন মুর্মু। সূত্রের খবর যাবতীয় বিতর্কে জল ঢালতেই নাকি এবার এক যুবককে চুমু খেলেন এই বিজেপি নেতা।

চুমুর পালা চলছে যেন! সোমবার মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু চাঁচোলের সিহিপুর গ্রামে প্রচারে গিয়েছিলেন। সেখানেই এক মহিলাকে জড়িয়ে ধরে চুমু খান বলে অভিযোগ ওঠে। অভিযোগ মহিলার পিঠেও অশালীন ভাবে হাত রাখেন বিজেপি প্রার্থী। এরপরেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রার্থীকে নিয়ে বিতর্ক তৈরি হয়। তাঁর চরিত্রের দিকে অভিযোগের আঙুলও ওঠে। মঙ্গলবার সকাল থেকেই এই ছবি নিয়ে সমগরম হয় যায় মালদা উত্তর লোকসভা কেন্দ্র। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থীকে নিশানা করেছে। অন্যদিকে খগেন মুর্মুও পাল্টা তোপ দেগেছেন তৃণমূলের বিরুদ্ধে।

তবে বিতর্ক এখানেই থেমে থাকেন। তরুণীর পর এবার এক যুবককে চুমু খেলেন খগেন মুর্মু। সূত্রের খবর যাবতীয় বিতর্কে জল ঢালতেই নাকি এবার এক যুবককে চুমু খেলেন এই বিজেপি নেতা। যুবককে চুমু খাওয়ার সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফের উত্তাল হয়ে উঠেছে নেটদুনিয়া।

যুবতীকে চুমু খাওয়ার ঘটনা নিয়ে মুখ খুলে খগেন বলেন, ‘ছবিটা তৃণমূলের একজন পোস্ট করেছে এবং কিছুটা এডিটেড। এটা ওদের নোংরা মানসিকতার পরিচয়। যে মেয়েটিকে চুমু খাওয়ার কথা বলা হচ্ছে সে আমাদের পরিবারের একজন বাচ্চা। আমাদের এক কর্মীর মেয়ে, বেঙ্গালুরুতে নার্সিং পড়ছে। ভালো রেজাল্ট করেছে। তাই একটু আদর করে দিয়েছি। এমনটা আমাদের নিজের সন্তানকেও করি। আর ওর মা বাবা দু’জনেই পাশে দাঁড়িয়ে ছিলেন। আজকেও ওই এলাকায় প্রচার করছি। কেউ খারাপভাবে নেননি। তৃণমূলীরা ভোটের জন্য নোংরামি করছে।’ তিনি আরও বলেন, ‘আদর করে মা-বোনের গালে চুমু খেয়েছেন তো তাতে কী সমস্যা হয়েছে? আর যারা এই নিয়ে বিতর্ক করছে, তাদের এত নোংরা মানসিকতা কেন?’

আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।

PREV
click me!

Recommended Stories

Haroa ISF TMC Clash: হাড়োয়ার আইএসএফ নেতাকে অপহরণ করে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Nipah Virus: নিপা ভাইরাস কী, জানুন রোগের লক্ষণ ও কীভাবে নিজেকে বাঁচাবেন?