'তৃণমূল খেলা শুরু করলেই পালটা ট্রিটমেন্ট দেবে বিজেপি' রাজ্যে ৫ম দফা ভোটের মাঝে হাওয়া গরম

Published : May 20, 2024, 11:34 AM IST
Locket Chatterjee

সংক্ষিপ্ত

ভোটের দিন সকাল থেকেই হুগলির নানান অঞ্চল থেকে বিক্ষিপ্ত হিংসার খবর সামনে আসছে। আরামবাগের খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধানের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

পঞ্চম দফায় আজ রাজ্যের ৩ জেলার ৭টি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে। এর মধ্যে হুগলি জেলার তিনটি আসনে ভোট রয়েছে আজ। হুগলির পাশাপাশি শ্রীরামপুর এবং আরামবাগেও ভোটগ্রহণ চলছে। তৃণমূল, বিজেপি নাকি সিপিএম, কংগ্রেস, কোন দল বাজিমাত করল তা জানা যাবে আগামী ৪ জুন।

ভোটের দিন সকাল থেকেই হুগলির নানান অঞ্চল থেকে বিক্ষিপ্ত হিংসার খবর সামনে আসছে। আরামবাগের খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধানের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। রাতে তৃণমূলের বাইক বাহিনী গ্রামে দাপিয়ে বেরিয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা সহ আরও কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর আক্রমণ করা হয়। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরই মাঝে হাওয়া গরম করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পরিষ্কার জানিয়ে দিলেন ‘আজকের দিনে ওঁরা নানানভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওঁদের হাতে আসলে আর কিছু নেই’। এরপর তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা দিয়ে পদ্ম প্রার্থী বলেন, ‘কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত দিলেও ব্যবস্থা নেওয়া হবে’।

হুগলির পদ্ম প্রার্থীর দাবি, নির্বাচনের আগের রাতেই আইপ্যাকের ২০ জন লোক টাকা নিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে ঢুকে পড়েছে। সরাসরি হোটেলের নাম নিয়েই দাবি করেন, সেখান থেকে নানান জায়গায় আইপ্যাকের লোকজন ছড়িয়ে পড়ছে। টাকার থলে হাতে নানান জায়গায় যাচ্ছে। সোমবার সকাল থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন হুগলির বিজেপি প্রার্থী। ভোটের দিন একেবারে ঝাঁঝালো সুরে আক্রমণ করেন তৃণমূলকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
TMC-তে বড় ভাঙন! মমতার তুলোধোনা করে জঙ্গিপুরে তৃণমূল ছেড়ে মিমের পতাকাতলে ৫০ যুবক