রাতের অন্ধকারে এলোপাথাড়ি মারে খুন বিজেপি নেতা, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে

Published : Sep 19, 2025, 04:17 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nadia BJP Leader Death News: রাতের অন্ধকারে নদীয়ায় নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠল বিজেপি কর্মীকে। ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nadia BJP Leader Death News: নবদ্বীপের যুবক খুনের ঘটনার চাঞ্চল্যকর অভিযোগ মৃত সঞ্জয় ভৌমিকের বড় দিদি সাথী চক্রবর্তী ভৌমিকের। ধারের টাকা চাইতে গিয়েই মরতে হলো ভাইকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ মৃতের বড় দিদির। মৃত সঞ্জয় ভৌমিকের দিদির অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ভাইকে খুন করেছে। 

কী অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা?

 অভিযোগ, তৃণমূল আশ্রিত তারক দাস, স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি গদাধর রায় ওরফে গদু, তাপস দাস, অরিন্দম মন্ডল, এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তার ভাইকে খুন করেছে। তৃণমূলের ছত্রছায় থেকেই এলাকায় সন্ত্রাসী চালায় বলেই অভিযোগ করেছেন মৃতের বড় দিদি।

সঞ্জয় এবং তার পরিবার ২০১২ সাল থেকে বিজেপিকে সমর্থন করে বলেই পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে বলেই দাবি। সাথী চক্রবর্তী ভৌমিক জানান, এলাকায় তৃণমূলের দাপট রয়েছে। আর তাদের তাণ্ডব প্রতিনিয়ত চলে। সেই কারণে ভয় থেকেই মা মুখ খুলছে না। কারণ তাদের পরিবারে আরও দুটি কন্যা সন্তান রয়েছে। যদি তাদের উপর আবার হামলা হয়, সেই কারণেই অনেক কিছুই লুকাচ্ছে। 

তবে মৃত সঞ্জয় ভৌমিকের দেহ আজ কৃষ্ণনগর পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। সেখান থেকে স্থানান্তরিত করা হবে কল্যাণী এমসে এমনটাই দাবি মৃত যুবকের পরিবারের। মৃত যুবকের বড় দিদি সাথী চক্রবর্তী ভৌমিকের দাবি করেছেন সিবিআই তদন্তের। মৃত যুবকের পরিবারের তরফ থেকে দাবি করা হয় পুলিশের উপর কোন আস্থা বা ভরসা নেই তাদের। তাই সিবিআই তদন্তের দাবি করছেন মৃত যুবকের দিদি। এই খুনের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় বলেও জানান তিনি।

ময়নাতদন্তে বাধা পরিবারের?

এদিকে মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত হলো না শুক্রবার। রাজ্যের সরকারি হাসপাতালে উপর ভরসা নেই পরিবারের। তাই পরিবার এবং বিজেপির পক্ষ থেকে দাবি ছিল কল্যাণী এইমসে বিজেপি কর্মীর দেহের ময়না তদন্ত হবে। 

মৃত বিজেপি কর্মীর দেহ কল্যাণী এইমসে ময়নাতদন্ত করার দাবি নিয়ে আজ নবদ্বীপ আদালতে আবেদন জানানো হয়। পরিবারের সেই আবেদনে সারা দিয়ে আদালত রায়দান করে। এইমসে দেহ ময়নাতদন্তের। শনিবার কল্যাণী এমসাই হবে মৃত বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত। বর্তমানে মৃত বিজেপি কর্মীর দেহ রয়েছে কৃষ্ণনগর শক্তিনগর পুলিশ মর্গে। সেখান থেকেই কল্যাণী নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এক বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে | TMC News | Viral News
পরকীয়ার বিচিত্র পরিণতি! 'ফাঁদে' তৃণমূল নেতা! 'বিয়ে' নিয়ে তোলপাড় বাসন্তীতে