BREAKING NEWS: ব্যারাকপুরে অর্জুন সিং-এর বাড়িতে বোমা-গুলি, গুরুতর জখম বিজেপি নেতা

Published : Oct 04, 2024, 10:27 AM ISTUpdated : Oct 04, 2024, 10:47 AM IST
Arjun Singh and Divendu Adhikari joined BJ from TMC after going to Delhi bsm

সংক্ষিপ্ত

শুক্রবার সাত সকালেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংএর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী।

শুক্রবার সাত সকালেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংএর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় একদল দুষ্কৃতী। ইট-বোমা-গুলি নিয়ে হামলা চালান হয়। বোমার আঘাতে জখম হয়েছেন অর্জুন সিং। বোমার স্‌ল্পিন্টারের আঘাত লেগেছে তাঁর গায়েও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

অর্জুন সিং-এর ওপর হামলার জেরে, জগদ্দলের মেঘনা মোড় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অর্জুন সিং জনিয়েছেন, তিনি বাড়ির ভিতরে ছিলেন। তাঁর নিরাপত্তারক্ষী ও বিজেপি কর্মীদের ওপর ইট , বোমা ছোড়া হয়। গুলিও চলে। অর্জুন নিজেই জানিয়েছেন, 'আমার পায়ে বোমার সাপ্লিন্টার লেগেছে।'

অর্জুন দাবি করেছেন, তাঁর বাড়ি মজদুর ভবনের সামনে বোমা ও গুলি ছুঁড়েছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। বোমাগুলো মারার পরে দুষ্কৃতীরা গুলি ছুড়তে ছুড়তে বেরিয়ে যায়, এমনটা অভিযোগ করছেন অর্জুন। তিনি জানান, স্থানীয় এক কাউন্সিলরের ছেলে এবং তার সঙ্গে আরও ১৫-২০ জন মিলে হামলা চালিয়েছে।

লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিজেপিতে ফিরে গিয়েছিলেন। কিন্তু জিততে পারেনি অর্জুন। গত লোকসভা নির্বাচনের আগেও তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন। সেবার জয়ী হয়েছিলেন। এবার লোকসভা ভোটের পর থেকেই অর্জুনকে একাধিকবার টার্গেট করা হয়েছে। যা নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন অর্জুন।

 

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন