West Bengal News: 'তৃণমূল পার্টির মুখে জুতো মারা উচিত', অনুব্রতর ভাইরাল অডিয়ো ইস্যুতে তীব্র কটাক্ষ দিলীপ-সুকান্তর

Published : Jun 02, 2025, 10:03 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

TMC News: ভাইরাল অডিয়ো কাণ্ডের পর থেকেই ফের সংবাদ শিরোনামে তিহার ফেরত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার তাঁকে তীব্র কটাক্ষ করল বিজেপি। কী বলল? বিস্তারিত জানতে  সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

TMC News: বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকির পর থেকেই ভাইরাল অডিয়ো কাণ্ডে বিতর্কে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এবার ভাইরাল অডিয়ো ইস্যুতে তাঁকে একহাত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh News)। সোমবার নিউটাউনে প্রাতঃ ভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত। এই তৃণমূল পার্টিটা থাকলে এই ধরনের জঘন্য মানুষ, সমাজবিরোধীরাই নেতা হবে।''

দিলীপ ঘোষ আরও বলেন, ''অনুব্রত মণ্ডলের অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। তাঁকে তাতে অশালীন কথা বলতে শোনা যাচ্ছে। ওদের মুখপাত্র বলছে তৃণমূল তো ব্যবস্থা নেয়, অন্যরা নেয় না। আরে অন্য পার্টিতে তো এরকম রত্ন নেই। ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে? আপনারা এই রকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন। যেই এক্সপোজ হয়ে গিয়েছে, তখন রাতারাতি ব্যবস্থা। এটা সেটা..। এগুলো সব চাপা পড়ে যাবে। এসব লোক দেখানো। এই লোকগুলো ছাড়া তৃণমূল চলে না। এটাই আসল তৃণমূল (TMC News)।''

অন্যদিকে অনুব্রতর পুলিশি তলব এড়ানো নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ''থানায় না গেলে পুলিশ কী করবে? পুলিশকে উনি যে ভাষায় কথা বলেন, তাতে পুলিশের দম আছে ডেকে কথা বলবে? একটা FIR করবে? চা খেয়ে চলে আসবে। কেস ডিসমিস হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কী ভাবে এদের সম্পর্কে? আসানসোল থেকে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই (CBI) তখন লোক জুতো মেরেছিল। আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত, এই তৃণমূল পার্টিটা থাকলে এই ধরনের জঘন্য মানুষ, সমাজবিরোধী নেতা তৈরি হবে।''

প্রসঙ্গত, তিহার পর্ব কাটিয়ে অনেক দিন আগেই নিজের জেলায় ফিরেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এবার বেফাঁস মন্তব্যে দলের মধ্যেই চাপে পড়েন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সম্প্রতি একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। (যদিও ওই অডিওর সত্যতা যাচাই করেনি Asianet News Bangla)। সেই অডিওতে শোনা গিয়েছে বোলপুর থানার আইসি এবং অনুব্রত মণ্ডলের কথোপকথন।

জানা গিয়েছে, খোদ পুলিশ কর্তার বিরুদ্ধে উঠেছে তোলাবাজির অভিযোগ। ফোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে (যদিও ওই ফোনকলের সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। এমনই অভিযোগ তুলে সরব হন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে এক জনকে 'অনুব্রত মণ্ডলের' নাম নিয়ে বোলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যাচ্ছে। সেই অডিয়ো ক্লিপে বলা হচ্ছে, ডেপুটেশন দিতে গিয়ে থানা থেকে বার করে আইসিকে পেটানো হবে। শুধু তাই নয়, বোলপুর থানার আইসির মা-স্ত্রীর উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শোনা যাচ্ছে। মিছিলের জমায়েতে পুলিশি রিপোর্ট নিয়ে আইসির বিরুদ্ধে তোপ দাগতেও শোনা গিয়েছে। যদিও কণ্ঠস্বরটি তৃণমূল নেতা অনুব্রতের কি না তার সত্যতা যাচাই করেনি Asianet News Bangla ।

অনুব্রত মণ্ডল বলেন, ''আমি রাজ্য পুলিশের ডিজিকে বলেছি। ডিআইজি পশ্চিমাঞ্চলকে বলেছি। আমি এসপিকে বলেছি এই আইসির ব্যাপারে।'' অনুব্রত মণ্ডলের আরও অভিযোগ, ''আইসি লিটন হালদারের কাছে এফআইআর বা কোনও কাজ করাতে গেলে তিনি শুধু টাকা চান। টাকা ছাড়া আইসি কিছু বোঝেন না।'' রাজ্যের যে কোনও জেলায় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল। তবে তিনি এখন আর বীরভূমে শাসক দলের জেলা সভাপতি নন। বীরভূমে আর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পদ নেই। অনুব্রত মণ্ডল যে পদে ছিলেন, সেই পদেরই অস্তিত্ব নেই। আর তার এমন মন্তব্য ঘিরে শাসক দলের অন্দরে ছড়ায় ক্ষোভ।

সূত্রের খবর, দলের তরফে নোটিস পেয়েই রাজ্য পুলিশকে চিঠি দিয়ে লিখিত ভাবে ক্ষমা চান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের কাছে ক্ষমা চান তিনি। ওই চিঠিতে অনুব্রত লিখেছেন, ‘’পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ পুলিশকর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ। তাদের অপমান করার কথা ভাবতে পারিনা। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে আমি একবার কেন, ১০০ বার ক্ষমা চাইতে পারি।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?