লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়়বেই , মমতার প্রকল্প নিয়ে বড় ভবিষ্যদ্বাণী বিজেপির দিলীপ ঘোষের

Published : Feb 13, 2025, 08:03 PM IST

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়েনি। কিন্তু আগামী দিনে এই প্রকল্পে অনুদান বাড়বে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আশাবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

PREV
110
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আশাবাদী দিলীপ

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়েনি। কিন্তু আগামী দিনে এই প্রকল্পে অনুদান বাড়বে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আশাবাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ।

210
লক্ষ্মীর ভাণ্ডার

লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি। কিন্তু রাজ্য় বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেননি চন্দ্রিমা ভট্টাচার্য।

310
বরাদ্দ বেড়েছে

যদিও লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বেড়েছে। আগামী দিনে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে। এখনও ২ কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধে পান। ৫ লক্ষ আগামী দিনে তালিকায় অন্তর্ভুক্ত হবে।

410
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় কথা

বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্য বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব়ড় কথা বলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আশাবাদী তিনি।

510
দিলীপ উবাচ

বাজেট প্রতিক্রিয়া জনাতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, লক্ষ্মীর ভাণ্ডার বিনা বরাদ্দেই শুরু হয়েছিল। এখনও উনি সেটা চালিয়ে যাচ্ছেন।

610
টার্গেট ২০২৬

দিলীপ ঘোষ আরও বলেন, ২০২৬ সালের আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দে আরও বাড়বে। য়ে নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে বাজেট হবে। সেই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ান হবে। কারণ নির্বাচনের জন্যই বাজেট করা হবে।

710
দিলীপের কটাক্ষ

দিলীপ ঘোষ আরও বলেন, এই বছরটা যেভাবে সেভাাবে কাটিয়ে দেওয়াই উদ্দেশ্যে। কারণ গঙ্গাসাগর ব্রিজের জন্য ৫০০ কোটি , ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। ১৪ বছর ক্ষমতায় থাকার পরে কেন এখন বরাদ্দ করেছেন তাই নিয়েও প্রশ্ন দিলীপের।

810
দিলীপের মন্তব্যের সমালোচনা তৃণমূলের

দিলীপ ঘোষের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্যের পরই সরব হয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এখন গোটা দেশেই জনপ্রিয়।

910
মহিলারা স্বনির্ভর হয়

তৃণমূলের দাবি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এই রাজ্যের মহিলারা অনেক বেশি স্বনির্ভর হয়েছে।

1010
লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার মহিলাদের মাসিক ১০০০ ও তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের ১২০০ টাকা করে দেয়।

click me!

Recommended Stories