এখনই যদি ভোট হয় তাহলে বিজেপি না তৃণমূল কে জিতবে? রইল চকমদার পশ্চিমবঙ্গের ভোট সমীক্ষা

Published : Feb 13, 2025, 07:24 PM IST

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। কিন্তু এই মুহুর্তে ভোট হলে কারা জিতবে। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে ভোটের ফলাফল। 

PREV
110
২০২৬ সালে বিধানসভা নির্বাচন

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। কিন্তু এই মুহুর্তে ভোট হলে কারা জিতবে। সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে ভোটের ফলাফল।

210
রাজ্যের রাজনৈতিক দল

পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের একমাত্র সরকারি বিরোধী দল বিজেপি। বিধানসভায় অস্ত্বিত্ত্ব না থাকলেও রাজ্যে আন্দোলনে রয়েছে বাম ও কংগ্রেস। আর রয়েছে নওসাদ উদ্দিনের আইএসএফ।

310
সমীক্ষা

বাংলায় এই মুহূর্তে যদি ভোট গ্রহণ হয় তাহলে কোন রাজনৈতিক দল জিতবে? এই নিয়ে সমীক্ষা করেছিল C-VOTER ও ইন্ডিয়া টুডে। প্রকাশ্যে এসেছে তারই রিপোর্ট।

410
হাড্ডাহাড্ডির লড়াই

সমীক্ষা অনুযায়ী ২০২৬ সালে মূলত লড়াই হবে বিজেপি আর তৃণমূল কংগ্রেসে। অনেকেইটাই পিছিয়ে থাকবে কংগ্রেস আর বামফ্রন্ট। তবুও তৃণমূলকে ছুঁতে পারবে না বিজেপি।

510
তৃণমূলের পক্ষে

সমীক্ষা অনুযায়ী তৃণমূলের পক্ষে ভোট পড়বে ৪৬ শতাংশ।

610
বিজেপির পক্ষে ভোট

বিজেপির পক্ষে ভোট পড়বে ৪০ শতাংশ। অর্থাৎ এবারও বিজেপি ছুঁতে পারবে না তৃণমূলকে। অনেকটাই পিছিয়ে থেকে বিরোধী বেঞ্চেই বসতে হতে পারে শুভেন্দুদের।

710
তৃণমূলের শক্তি

রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায় এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শক্তি মূলত সংখ্যালঘু আর মহিলা ভোটার। মমতার ১৫ বছরের জমনার পরেও তারা তৃণমূলের বিরুদ্ধে ক্ষুব্ধ নন।

810
বিজেপির অবস্থা

সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি পাচ্ছে বিজেপির। জনপ্রিয়তাও বাড়ছে। কিন্তু মমতার ক্যারিশ্মার কাছে অনেকটাই ফিঁকে গেরুয়া শিবির।

910
মমতাই ফ্যাক্টর

রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায় যতই দুর্নীতির অভিযোগ উঠুক এই রাজ্যে ভোটে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়ই ফ্যাক্টর। তারঁ ধারে কাছে পৌঁছাতে পারেনি বিজেপির কোনও নেতা।

1010
কে জিতবে বাংলায়

আগামী বছর ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে রাজ্যের সবকটি রাজনৈতিক দল কাজ শুরু করেছে। সংগঠনকে মজবুত করছে। সমর্থকদের কাছে যাচ্ছে। তবে পরিস্থিতি আরও কঠিন হতে পারে আগামী দিনগুলিতে।

click me!

Recommended Stories