'তৃণমূল ভোটে জেতার পর গুন্ডাদের দাপাদাপি বেড়েছে'- মমতাকে একহাত নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ একটি প্রশ্নের উত্তরে বলেন "রাজ্যে আইন-শৃঙ্খলা নেই বললেই চলে। সব জায়গায় গুন্ডাদের দাপাদাপি চলছে। আর তৃণমূল ভোটে জেতার পর গুন্ডারা আরও বেশি করে জোর পেয়ে গিয়েছে।"

সরাসরি নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তীর ছুঁড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যার ফলে রীতিমত চাপে শাসক দল বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা। এদিন তৃণমূল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বড়সড় বোমা ফাটালেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ একটি প্রশ্নের উত্তরে বলেন "রাজ্যে আইন-শৃঙ্খলা নেই বললেই চলে। সব জায়গায় গুন্ডাদের দাপাদাপি চলছে। আর তৃণমূল ভোটে জেতার পর গুন্ডারা আরও বেশি করে জোর পেয়ে গিয়েছে।" তিনি আরও বলেন এই রাজ্যে যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তা নতুন করে বলতে হবে না। একের পর এক ঘটনার সামনে আসার ফলে পরিষ্কার হয়ে গিয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আইনশৃঙ্খলা সামাল দিতে রীতিমত ব্যর্থ। তবে লোকসভা নির্বাচনে এত বিপুল ভোট পাওয়ার পরেও কি করে তারা মানুষের ওপর প্রতিহিংসামূলক আচরণ করছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

Latest Videos

এদিন কিছুটা দিলীপ ঘোষের সুরেই কথা বলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন "অত্যাচার এবং তৃণমূল সমার্থক। অত্যাচার মানেই তৃণমূল। তৃণমূল মানেই অত্যাচার। যারা চুরি ডাকাতি করবে, তাদের সবার আশ্রয় সেই তৃণমূলে। কারণ তৃণমূলে গেলে তারা এই সমস্ত কাজ ভালো করে করতে পারবে।"

একাংশ বলছেন, আড়িয়াদহ থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় তৃণমূলের অত্যাচার নিয়ে এমনিতেই সোচ্চার হচ্ছে বিরোধীরা। আর তার মধ্যে এবার শাসকদলের চাপ আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিলেন অধীর চৌধুরী। তিনি বলেন লোকসভায় এত আসন পেয়ে তৃনমূল বিনয়ী কাকে বলে, সেটা শেখেনি। বরঞ্চ আরও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। চারিদিকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা মানুষের ওপর যে অত্যাচার শুরু করেছে, তা নজিরবিহীন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর