রাত পোহালেই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী?

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে উপনির্বাচন। মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, এই চারটি কেন্দ্রে বুধবার সকাল ৭টা থেকে হবে ভোটগ্রহণ।

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে উপনির্বাচন। মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ, এই চারটি কেন্দ্রে বুধবার সকাল ৭টা থেকে হবে ভোটগ্রহণ।

আর সেই ভোটপর্ব যাতে সুষ্ঠুভাবে মেটে, তার জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন (Election Commission)। নির্বিঘ্নে এবং শান্তিতে ভোট করানোর লক্ষ্যে এই চার কেন্দ্রে এবার ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন সেইসঙ্গে, প্রতিটি বুথে থাকবে ওয়েব কাস্টিং ক্যামেরা। সেই ক্যমেরা না চললে হবেনা ভোটগ্রহণ।

Latest Videos

প্রসঙ্গত, প্রথমে ঠিক ছিল ঐ চার কেন্দ্রের জন্য ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CRPF) মোতায়েন করা হবে। কিন্তু গত শনিবার, আরও ১৫ কোম্পানি বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ, মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে এই চার কেন্দ্রের উপনির্বাচনে।

তার মধ্যে সবচেয়ে বেশি, প্রায় ২০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে। এখানে প্রাথমিকভাবে বরাদ্দ করা হয় ১৬ কোম্পানি। তারপর আরও চার কোম্পানি সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন করা হচ্ছে।

অন্যদিকে, রানাঘাটে প্রথমে ১৫ কোম্পানি বাহিনী নিয়োগ করার কথা জানানো হয়। পরে সেখানে ইন্দো-তিব্বত পুলিশের আরও চার কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। এখন মোট সংখ‌্যা দাঁড়িয়েছে ১৯ কোম্পানি।

এদিকে রায়গঞ্জে প্রাথমিকভাবে বরাদ্দ করা হয় ১২ কোম্পানি। পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে আরও চার কোম্পানি সিআরপিএফ (CRPF)। সেইসঙ্গে, মানিকতলা কেন্দ্রে বাড়তি তিন কোম্পানি সীমা সুরক্ষা বল পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন। ফলে, সেখানে মোট ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে ভোটের দিন।

এছাড়াও চার কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে ভিন রাজ্যের আধিকারিকদের। কলকাতার মানিকতলা কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে থাকছেন হরিয়ানার আইএএস আধিকারিক অজিত বালাজি যোশী। এই কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক হচ্ছেন সিকিমের আইপিএস আধিকারিক মনোজ ভার্মা।

অন্যদিকে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে থাকছেন উত্তরপ্রদেশ সরকারের বিশেষ সচিব ভূপেন্দ্র সিং চৌধুরী। এই কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক মধ‌্যপ্রদেশের ডিআইজি পদমর্যাদার আধিকারিক আর.আর.এস পরিহার। ওদিকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে পর্যবেক্ষক হলেন হিমাচল প্রদেশের আশিস সিংমার এবং পুলিশ পর্যবেক্ষক বিহারের ড. ইমাম উল হক মেঙ্গনু। এছাড়াও বাগদা কেন্দ্রের পর্যবেক্ষক হলেন তামিলনাডুর আইএএস আধিকারিক সিএন মহেশভরন এবং পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে এসেছেন পাঞ্জাব পুলিশের সুখবন্ত সিং গিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
খেলতে খেলতেই ঘটলো অঘটন! শোকের ছায়া Shantipur-এ, দেখুন | Nadia News Today