Locket Chatterjee BJP: দমদমে মোদীর কর্মসূচিতে ডাক পাননি খোদ লকেট? মঞ্চ থেকেই ফোন শমীকের! খোঁজ পড়ল প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে

Published : Aug 25, 2025, 12:35 AM ISTUpdated : Aug 25, 2025, 01:07 AM IST
locket chatterjee

সংক্ষিপ্ত

Locket Chatterjee BJP: নিঃসন্দেহে এই রাজ্যে বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ হলেন লকেট চট্টোপাধ্যায়। কিন্তু শুক্রবার, দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কর্মসূচিতে দেখাই গেল না তাঁকে। 

Locket Chatterjee BJP: বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকদের মধ্যে অন্যতম নেত্রী তিনি (locket chatterjee news today)। নিঃসন্দেহে এই রাজ্যে বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ হলেন লকেট চট্টোপাধ্যায়। কিন্তু শুক্রবার, দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কর্মসূচিতে দেখাই গেল না তাঁকে। 

কোথায় গেলেন লকেট চট্টোপাধ্যায়? 

সেই কর্মসূচিতে নাকি ছিলেনই না এই মহিলা নেত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই মেগা কর্মসূচিতে আমন্ত্রণই পাননি হুগলির এই প্রাক্তন সাংসদ। জানা গেছে, লকেটকে মঞ্চে দেখতে না পেয়ে, তাঁকে ফোন করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

 

 

শোনা যাচ্ছে, শুক্রবার নরেন্দ্র মোদীর এই কর্মসূচিতে বেশ চোখে পড়ার মতো কিছু বিষয় ঘটেছে। অর্থাৎ, কিছু গরহাজিরার বিষয়ে খোদ প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও নাকি খোঁজখবর নেওয়া হয়েছে।

শুক্রবার, প্রধানমন্ত্রীর কর্মসূচির দুদিন আগেই অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়। স্বাভাবিকভাবেই, হাসপাতালে থাকায় তিনি নরেন্দ্র মোদীর সভায় যেতে পারেননি। কিন্তু তিনি এবং জগন্নাথ চট্টোপাধ্যায় ছাড়াও বিজেপি রাজ্য কমিটিতে আরও তিনজন সাধারণ সম্পাদক রয়েছেন। তবে তাদের কাউকেই এদিন দমদমের মঞ্চে দেখা যায়নি।

খোঁজখবর শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

 

 

সূত্রের খবর, শুক্রবার দমদমে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে লকেটদের দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এমনকি, মঞ্চ থেকেই সোজা ফোন করেন তিনি। তখনই নাকি লকেট বলেন, তাঁর কাছে কোনও আমন্ত্রণ আসেনি।তবে দু’জনের কেউই এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি। 

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ইতিমধ্যেই এই বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে রাজ্য সভাপতি শমীকে ভট্টাচার্যের কোনও মতামত পাওয়া যায়নি। এমনকি, যার অনুপস্থিতি নিয়ে জল্পনা, সেই লকেট নিজেও এই বিষয়ে কিছু বলতে চাননি। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকদের মধ্যে অন্যতম নেত্রী তিনি কিন্তু শুক্রবার, দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে দেখাই গেল না তাঁকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
LIVE NEWS UPDATE: শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস