'তোকে মেরেই জেলে যাব!' স্ত্রীকে হুমকি দিয়ে রাস্তাতেই পিটিয়ে খুন স্বামীর

Published : Aug 24, 2025, 06:00 PM IST
crime

সংক্ষিপ্ত

স্ত্রীকে খুন করে পলাতক স্বামী,হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকার ঘটনা। মৃতের নাম মনজুরা খাতুন। ২৮ বছরের মৃতাকে রাস্তা থেকেই উদ্ধার করে পুলিশ। 

পারিবারিক অশান্তির জেরে স্বামী পিটিয়ে খুন করল স্ত্রীকে। যদিও আগে থেকেই খুনের হুমকি দিয়ে রেখেছিল। স্ত্রী স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পরই স্বামী স্ত্রীকে খুনের হুমকি দিয়েছিল। বলেছিল, 'জেলে যখন যেতেই হবে,তোকে মেরেই যাব'। সেইমতই রাস্তাতেই স্ত্রীকে পাকড়াও করে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি অভিযুক্তকে। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির সিঙ্গুরে রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্ত্রীকে খুন করে পলাতক স্বামী,হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকার ঘটনা। মৃতের নাম মনজুরা খাতুন। ২৮ বছরের মৃতাকে রাস্তা থেকেই উদ্ধার করে পুলিশ। স্থানিয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সিঙ্গুরের পায়ড়াউড়া গ্রামে বাড়ি রজব আলির। তার স্ত্রী মনজুরা খাতুনের সঙ্গে দাম্পত্য অশান্তি ছিল। দীর্ঘ দিনের। এই নিয়ে স্ত্রীর পরিবারের পক্ষ থেকে পুলিশের অভিযোগও করা হয়েছিল। কিন্তু সেই অভিযোগের পর আরও ক্ষেপে উঠেছিল স্বামী। তেমনই বলেছে মৃতার পরিবারের সদস্যরা।

দিন পনেরো আগে মনজুরার দাদা সেখ রফিকের অভিযোগ একবার কয়েকজন বন্ধুকে নিয়ে বোনকে মারধোর করে রজব। মনজুরা তার বাপের বাড়ি ভদ্রেশ্বরের ন' পাড়া এলাকায় চলে যায়। দিন পনেরো আগে ভদ্রেশ্বর থানায় বধূ নির্যাতনের একটি মামলা দায়ের করে। এরপরই রজব আলী স্ত্রীকে ফোন করে জানায় ঝামেলা মিটিয়ে নিয়ে আবার তারা সংসার করবে। সেইমতো মনজুরা আবার শ্বশুর বাড়িতে চলে যায়।দিন দুয়েক এক আগে ভদ্রেশ্বর থানার অন্তর্গত শ্বেতপুর পুলিশ ফাঁড়ি থেকে ফোন করে রজবকে দেখা করতে বলে পুলিশ।

এরপরে রজব গতকাল রাত ১১ টা নাগাদ তার স্ত্রীকে ফোন করে জানায়,জেলে যখন যেতেই হবে তোকে মেরে তবেই যাব'। ভয় পেয়ে গিয়ে মনজুরা তার দুই সন্তান প্রতিবেশী মহিলাকে নিয়ে হারিট গ্রাম পঞ্চায়েতের জেটে গ্রামে মামার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পরে। বিলাতপুরের কাছে তাকে ধরে ফেলে রজব।দুই সন্তান ওই মহিলাকে তার এক বন্ধুকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মনজুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাড়া করে ধরে লাঠি দিয়ে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।

মনজুরার সঙ্গে থাকা ওই মহিলা ফোন করে বাপের বাড়ির লোকজনদের খবর দেয়। রাতে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দাদপুর থানার পুলিশ খুনের মামলার রুজু করে তদন্ত শুরু করেছে।ঘ টনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রজব আলী। মৃতদেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট
চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন