সুকান্ত জানিয়েছেন তিনি আরজি করের নির্যাতিতার জন্য প্রার্থনা করেন। তর্পণও করেন তিনি।
310
সুকান্ত মজুমদারের বক্তব্য
সুকান্ত মজুমদার বলেন, অভয়া বোনের জন্মদিন উপলক্ষ্য আজ প্রয়াগরাজে সপরিবারের পুণ্যস্নান করেছেন। আরজি করের নির্যাতিতার স্মৃতিতে তিনি তর্পণও করেছেন।
410
সুকান্তর সঙ্গী
প্রয়াগরাজে সুকান্ত মজুমদারের সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী। সঙ্গে ছিলেন দুই মেয়ে।
510
বৃক্ষরোপন
আরজি করের নির্যাতিতার কথা স্মরণ করে সুকান্ত ও তাঁর পরিবারের সদস্যরা একটি বৃক্ষ রোপন করেন। তিনি বলেন, মৃতার আত্মার শান্তির জন্য তাঁরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
610
নির্যাতিতার পরিবারের উদ্দেশ্যে
আরজি করের নির্যাতিতার পরিবারের উদ্দেশ্যে সুকান্ত বলেন, নির্যাতিতা বিচার পাবেই। তিনি বলেন, 'আমি তাঁর মা ও বাবার উদ্দেশ্যে বলতে চাই ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চলতেই থাকবে।'
710
আরজি করের নির্যাতিতার জন্মদিন
আরজি করের নির্যাতিতার আজ, ৯ ফেব্রুয়ারি জন্মদিন। নিহত নির্যাতিতার মা জানিয়েছেন, আজ ৩২ বছরে পা দেওয়ার কথা।
810
নির্যাতিতা গাছ পছন্দ করত
আরজি করের নির্যাতিতার মা জানিয়েছেন, নির্যাতিতা গাছ পছন্দ করতেন। প্রত্যেক বছর গাছ লাগাত। এবার মেয়ে না থাকলেও তাঁরা গাছ লাগাবেন।
910
আন্দোলন চলবে
আরজি করের নির্যাতিতার পরিবার জানিয়েছে, ন্যায় বিচারের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।