'একদিন মুখ খুলবেই', আরজি করের নির্যাতিতার জন্মদিনে সঞ্জয় রায়কে নিয়ে বড় আশা বাবা ও মায়ের

Published : Feb 09, 2025, 02:57 PM IST

আজ আরজি করের নির্যাতিতার জন্মদিন। কাকতালীয় হলেও আরজি করের ঘটনাও এই দিনেই ৬ মাসে পড়ল। 

PREV
110
আরজি করের নির্যাতিতার জন্মদিন

আজ আরজি করের নির্যাতিতার জন্মদিন। কাকতালীয় হলেও আরজি করের ঘটনাও এই দিনেই ৬ মাসে পড়ল।

210
আরজি করের বিচার

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। নিম্ন আদালত সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

310
রায়কে চ্যালেঞ্জ হাইকোর্টে

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। তারা সঞ্জয়ের ফাঁসি চায়।

410
উল্টো সুর নির্যাতিতার পরিবারের

নির্যাতিতার পরিবার কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি চায় না। তাঁদের দাবি আরজি করের ঘটনার সঙ্গে সঞ্জয় রায় একা যুক্ত নয়। এই ঘটনায় আরও অনেকে ছিল। তাদেরও যথাযথ শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

510
নির্যাতিতার পরিবারের আশা

নির্যাতিতার পরিবা এখনও সঞ্জয় রায়কে নিয়ে আশায় রয়েছেন। তাঁদের আশা সঞ্জয় একদিন মুখ খুলবেই। সেই দিনই গোটা ঘটনা সামনে আসবে।

610
নির্যাতিতার পরিবারের দাবি

নির্যাতিতার পরিবারে দাবি, 'সঞ্জয় রায় সেই টনার একমাত্র প্রত্যক্ষদর্শী। তাই তাঁকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। আমাদের বিশ্বাস সঞ্জয় কোনও না কোনও দিন মুখ খুলবেই। অন্যান্য দোষীরাও ধরা পড়বে। '

710
তদন্ত নিয়েও প্রশ্ন

নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। আদালতেও দ্বারস্থ হয়েছেন। তাঁরা এদিনও জানিয়েছেন, 'যে চারজন সেই রাতে ঘটনার আগে আমার মেয়ের সঙ্গে বসে ডিনার করেছিলেন তাদের কোনও রকম জেরা পর্যন্ত করা হয়নি। এরা কাজের আড়াল করার চেষ্টা করছে?'

810
ভয়ঙ্কর অভিযোগ

আরজি করের নির্যাতিতার পরিবার ভিপি সুমিত রায় তফাদারের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের কথায় ভিপিও এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত।

910
নির্যাতিতার পরিবারের আক্ষেপ

নির্যাতিতার পরিবার জানিয়েছেন, আজ নির্যাতিতার ৩২ বছরের পা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হল না।

1010
স্মৃতি আগলে বাবা মা

নিহত মেয়ের সব স্মৃতি আগলেই বসে রয়েছেন নির্যাতিতার বাবা ও মা। তবে বিচারের দাবিতে তারা যে কোনও সময়ই পথে নামতে পারেন বলেও জানিয়েছেন। আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

click me!

Recommended Stories