Suvendu Adhikari: অশান্তি-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যেতে চান, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

Published : Jun 13, 2025, 07:25 PM IST

Suvendu Adhikari: মহেশতলার রবীন্দ্রনগরে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জরুরি ভিত্তিতে মামলার শুনানির নির্দেশ। কী বলল আদালত? বিস্তারিত জানুন… 

PREV
15
আদালতের দ্বারস্থ শুভেন্দু

মহেশতলা এবং রবীন্দ্রনগর থানা এলাকায় অশান্তির ঘটনায় এবার ঘটনাস্থল পরিদর্শন ও আক্রান্তদের পাশে দাঁড়াতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

25
জরুরি ভিত্তিতে মামলার অনুমতি

শুক্রবার জরুরি ভিত্তিতে মামলার অনুমতি চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন করেন শুভেন্দু অধিকারী। তাঁর আবেদনে সাড়া দিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতির পাশাপাশি জরুরিভিত্তিতে শুনানির অনুমতি দিয়েছেন। জানা গিয়েছে, আগামী সোমবার শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানির সম্ভাবনা।

35
আদালতে শুভেন্দু

শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান, বিরোধী দলনেতা একজন বিধায়ককে নিয়ে মহেশতলা, রবীন্দ্রনগর থানা এলাকার আক্রান্তদের কাছে পৌঁছাতে চান। তাঁর জন্য পুলিশ সুপারের কাছে তিনি আবেদনও করেন আগে।

45
পুলিশি নাকচ শুভেন্দুর আবেদন

বৃহস্পতিবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারীর মহেশতলা পৌঁছানোর আবেদন এসপি নাকচ করে দেন। এবং ভবানী ভবনে এই বিষয়ে ডিজি'র সঙ্গে দেখা করতে গেলেও তিনি সাক্ষাৎ করেননি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতার আইনজীবী। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন।

55
সোমবার হাইকোর্টে মামলার শুনানি

এখন দেখার, সোমবার হাইকোর্টের শুনানিতে কী রায় আসে এবং শুভেন্দু অধিকারী মহেশতলায় আক্রান্তদের কাছে পৌঁছানোর অনুমতি পান কিনা। অতীতে হাইকোর্টের অনুমতি নিয়েই সন্দেশখালি, উলুবেরিয়া, মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় সেখানে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Read more Photos on
click me!

Recommended Stories