Summer Vacation: বাংলায় ফের শুরু হল গরমের ছুটি, কবে খুলবে সরকারি ও বেসরকারি স্কুলগুলো? ঘোষণা শিক্ষা দফতরের

Published : Jun 13, 2025, 12:04 PM IST

Summer Vacation: করোনা ও গরমের কারণে বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাংলায় দু'দিনের অতিরিক্ত গরমের ছুটি ঘোষণা করেছে সরকার। ১৩ ও ১৪ জুন বন্ধ থাকবে স্কুল। ১৬ জুন থেকে স্কুল খুলবে।

PREV
110

ক্রমে বেড়ে চলেছে গরমের পারদ। সঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই সময় বাচ্চাদের স্কুল পাঠানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অভিভাবকেরা।

210

প্রতি বছর প্রায় ১ মাস ধরে চলে গরমের ছুটি। তীব্র গরম থেকে বাচ্চাদের রক্ষ করতে নির্দিষ্ট কিছু দিন স্কুলের পঠন-পাঠন বন্ধ করা হয়। এই নিয়ম সারা দেশজুড়ে প্রযোজ্য।

410

কিন্তু, এই সময় ক্রমে বাড়ছে গরমের পারদ। সঙ্গে বাড়ছে করোনা। এমন পরিস্থিতিতে বাচ্চার স্বাস্থ্য নিয়ে চিন্তিত সকলে।

510

বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাড়ানো হয়ছে গরমের ছুটি।

610

সদ্য রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে দু দিনের অতিরিক্ত গরমের ছুটি ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ১৩ জুন শুক্রবার এবং ১৪ জুন শনিবার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।

710

১৫ জুন রবিবার স্বাভাবিক ছুটি থাকায় পুনরায় ১৬ জুন অর্থাৎ সোমবার থেকে স্কুল চালু হবে। গরমের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। অর্থাৎ টানা ৩ দিন বন্ধ থাকবে স্কুলগুলো।

810

এদিকে জুনের শেষ পর্যন্ত অনেক জায়গায় বন্ধ থাকবে স্কুল। উত্তর প্রদেশে স্কুল খুলবে ৩০ জুন থেকে। রাজস্থানে স্কুল খুলছে ১৬ জুন থেকে। পঞ্জাবে স্কুল খুলবে ৩০ জুন থেকে। হরিয়ানাতেরও স্কুল খুলবে একই দিনে।

910

মহারাষ্ট্রে ৯ জুন থেকে স্কুল খুলছে। গুজরাটে স্কুল খুলে গিয়েছে ৪ জুন থেকে। তেমনই দিল্লিতে স্কুল খোলার কথা ৩০ জুন থেকে।

1010

এবার বাংলাতেও বাড়ল ছুটি। ১৬ জুন থেকে ফের খুলবে স্কুল। সব মিলিয়ে খুশির খবর ছাত্র-ছাত্রীদের মধ্যে। 

Read more Photos on
click me!

Recommended Stories