'ক্রাউন প্রিন্সের খেলার জন্য সরকারি কর্মীদের ব্যবহার করা হচ্ছে', দলের 'ব্যক্তিগত' স্বার্থে সরকারি কর্মীদের ব্যবহারের অভিযোগে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

এই তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে প্রিসাইডিং অফিসার হিসেবে কর্মরত থাকতে হবে বলে জানানো হয়েছে। শুভেন্দু অধিকারীর টুইটে একটি হোয়াটআপ মেসেজেরও ছবি রয়েছে।

ভোটের আবহে ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সম্প্রতি হোয়াটআপ চ্যাটের একটি স্ক্রিনশট নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই স্ত্রিনশটে দেখা যাচ্ছে একাধিক সরকারি কর্মচারির নামের তালিকা। সঙ্গে একটি মেসেজ। এই তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে প্রিসাইডিং অফিসার হিসেবে কর্মরত থাকতে হবে বলে জানানো হয়েছে। শুভেন্দু অধিকারীর টুইটে একটি হোয়াটআপ মেসেজেরও ছবি রয়েছে। সেই মেসেজে পরিষ্কার ভাষায় লেখা,'এই তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের আগামী কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে প্রিসাইডিং অফিসার হিসেবে ডিউটি করতে হবে। সকলেই আগামী কাল সকাল সাড়ে ৯টার মধ্যে বাবু পাড়া জেলা কার্যালয় এসে উপস্থিত হবেন। যাতায়াত ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এখানেই।'

গোটা ঘটনার বিরোধিতায় সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মুখ্যমন্ত্রী পুলিশ ও সরকারী কর্মীদের নির্বাচন পরিচালনায় ব্যবহার করছেন বলেও কটাক্ষ করেন তিনি। টুইটবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে তিনি লেখেন,'পিসি এখন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য টিএমসি প্রার্থীদের প্রাথমিক নির্বাচন পরিচালনা করতে কেবল পুলিশই নয়, সরকারি কর্মচারীদেরও ব্যবহার করছে। পিসি-ভাইপো জোট আঞ্চলিক দলের প্রাথমিক নির্বাচনে ব্যক্তিগত কর্মী হিসেবে কাজ করা সরকারি কর্মচারীদের তালিকা দেখুন। কী পরিহাস! সরকারী কর্মচারীরা যারা ডিএ না দেওয়ার প্রতিবাদ করছেন তাদের বদলি করা হচ্ছে এবং অন্যান্য সরকারী কর্মচারীদেরকে ক্রাউন প্রিন্সের মজা এবং খেলার জন্য পোলিং অফিসার হিসাবে ব্যবহার করা হচ্ছে।'

Latest Videos

 

 

অন্যদিকে, ময়নায় বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগে আজ ১২ ঘন্টার বনধ ডাকল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বনধ সফল করতে সক্রিয় পদ্ম শিবির। সকাল থেকেই বন্ধ দোকানপাট। বনধ সফল করতে ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে বিজেপি কর্মীরা। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্‍ধ ঘিরে চলছে পিকেটিং। বাঁশ দিইয়ে ঘিরে ফেলা হয়েছে রাস্তা। এমনকী পুলিশের গাড়িকেও যেতে দেওয়া হচ্ছে না বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ কিছু জায়গায় রাস্তায় আগুন ধরিয়ে চলে বিক্ষোভও। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ। অপ্রিতীকর ঘটনা এড়াতে রাস্তায় রাস্তায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জল কামানও।

প্রসঙ্গত, ১ মে,সোমবার বাড়ি ফেরার পথে বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। স্ত্রীর সামনেই মারধর করা হয় তাঁকে। এরপর জোড় করে একটি মোটরবাইকে চাপিয়ে তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এইদিনই গভীর রাতে বিজেপি নেতার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মেলে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃতদেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মাথায় ভারী কিছু দিয়ে আঘাত কতার ফলে মৃত্যু হয়েছে তাঁর।

আরও পড়ুন -

রাজ্যে সাত দিনে মৃত্যু তিন বিজেপি নেতার, প্রতিবাদে ময়নায় ১২ ঘন্টার বনধ ডাকল শুভেন্দু অধিকারী

দণ্ডি কেটে দলে ফেরা তিন আদিবাসী মহিলার সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, 'চা চক্রে' চলল আলোচনা

বিজেপি কর্মী খুনের প্রতিবাদ, মমতাকে আক্রমণ করে ১২ ঘণ্টার ময়না বনধের ডাক শুভেন্দুর

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury