Suvendu Adhikari: 'দাগী মার্কামারা চোর ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না,' অভিষেককে তোপ শুভেন্দুর

Published : May 22, 2025, 01:59 AM ISTUpdated : May 22, 2025, 02:11 AM IST
Image of  Suvendu Abhishek

সংক্ষিপ্ত

Operation Sindoor Diplomacy: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের (India-Pakistan Conflict) পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য বিভিন্ন দলের সাংসদদের বিদেশে পাঠানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Suvendu Adhikari attacks Abhishek Banerjee: ইউসুফ পাঠানের (Yusuf Pathan) পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিদেশে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়ে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের (India-Pakistan Conflict) বিষয়ে অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেছেন, 'কাকে পাঠাবে ওদের ব্যাপার। যাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে অনুমতি নিয়ে বিদেশে যেতে হয় তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না। বাঙালি হিসাবে আমরা লজ্জিত। এমন একজন ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয়। কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয়। এরকম একটা দাগী মার্কামারা চোরকে, যার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে, নিলামে তুলেছে, তিনি পিসির আনুকূল্যে বিদেশে যাচ্ছেন। পরিবারবাদী কোম্পানি। ঢুকে পড়েছেন।'

কেন পাঠানের পরিবর্তে প্রতিনিধি দলে অভিষেক?

তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা গিয়েছে, প্রথমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লোকসভায় দলের প্রধান সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandyopadhyay) প্রতিনিধি দলে থাকার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তিনি স্বাস্থ্যের কারণ দেখিয়ে সেই আহ্বানে সাড়া দেননি। এরপর কেন্দ্রের পক্ষ থেকে পাঠানের নাম ঠিক করা হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। এই আলোচনার পর ঠিক হয়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বিদেশে যাবেন অভিষেক। রাজ্যের শাসক দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানানো হয়েছে।

 

 

তৃণমূলের প্রতিনিধি নিয়ে রাজনৈতিক বিতর্ক

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়, দলের সঙ্গে কথা না বলেই পাঠানের নাম ঠিক করা হয়েছে। তাই তাঁকে পাঠানো হবে না। পাল্টা বিজেপি বলে, জাতীয় স্বার্থের বিষয় নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। শেষপর্যন্ত আলোচনার ভিত্তিতে অভিষেকের নাম ঠিক হলেও, এ বিষয়ে বিতর্ক থামছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?