
Mamata Banerjee News: ভারত-পাক উত্তেজনার ইস্যুতে ভাড়াটিয়া পরিচয় দিয়ে বাংলায় ঢুকে পড়তে পারে জঙ্গিরা। ক'দিন আগেই এই আশঙ্কার কথা জানিয়েছিলেন খোদ শিলিগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্য়ান। এবার জঙ্গি ইস্যুতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি থেকে আইসি, ওসিদের সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও জঙ্গি বা জঙ্গি মনোভাবাপন্ন দুষ্কৃতী যাতে ‘শেল্টার’ তৈরি করতে না পারে তাঁর জন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বাংলায় কোনও জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে! বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠকে এ ভাবেই পুলিশ-প্রশাসনকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজর রাখার কথা বলেন তিনি। প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় প্রশাসনকে সতর্ক করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বাইরের লোক বাংলায় ঢুকছে। তারা স্থানীয় বাসিন্দাদের থেকে বিভিন্ন আছিলায় আধার, প্যান কার্ড থেকে একাধিক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি সাবধান করেন স্থানীয় বাসিন্দাদেরও। কোনও জঙ্গি বা জঙ্গি মনোভাবাপন্ন দুষ্কৃতী যাতে ‘শেল্টার’ তৈরি করতে না পারে তাঁর জন্য নজরদারি বাড়াতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সর্বোচ্চ নেত্রী।
একইসঙ্গে প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি পুলিশকে টহলদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে আরও সক্রিয় হতে হবে বলে জানান তিনি। যত বেশি পুলিশ ভ্যান নিয়ে ঘুরবে মানুষ তো জানবে যে পুলিশ ‘অ্যালার্ট’ আছে। আগে পুলিশ তিন-চার বার এলাকায় এলাকায় ঘুরত। এখন ঘোরেই না! একাধিক অভিযোগ তুলে সীমান্তবর্তী এলাকায় ঘুরে ঘুরে খোঁজ নেওয়ার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরের জেলাগুলি সীমান্তবর্তী এলাকা হিসাবে বেশ স্পর্শকাতর। রয়েছে নিকেনস নেকের মতো অতি স্পর্শকাতর এলাকা। সেইসব এলাকায় বাড়তি নজরদারি চালানোর কথাও জানান তিনি। বাংলায় সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে প্রশাসন এবং পুলিশ— উভয়কে সমন্বয়ে কাজ করে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, সোমবার রাতে কলকাতার আকাশে দেখা গিয়েছে রহস্যময়য় ড্রোন। একটা নয়, একেবারে সাত - সাতটি। প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতার প্রাণকেন্দ্রের আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। ভবানীপুর, ময়দান, রবীন্দ্র সদন এলাকার ওপর দিয়ে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। আকাশে দেখা মেলে ৭টি ড্রোনের। সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওড়ে ড্রোনগুলি।
জানা গিয়েছে, মহেশতলা এলাকার দিক থেকে উড়ে আসে ড্রোনগুলি। হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে ওড়ে ড্রোনগুলি। উড়ন্ত ড্রোনকে প্রথম দেখেন কলকাতা পুলিশের আধিকারিকরা। লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে জানানো হয়। ওই অঞ্চলের সমস্ত থানাকে সতর্ক করা হয়। থানার পক্ষ থেকে টিম রাস্তায় নামে।
দুটি ড্রোন পূর্ব কলকাতা ও দুটি ড্রোন উত্তর কলকাতার দিকে বেরিয়ে যায়। ড্রোনের রহস্যভেদ করার চেষ্টা চালাচ্ছে সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ। ড্রোন-রহস্যের তদন্তে গোয়েন্দা দফতরও। কোথা থেকে এল ড্রোন, সেই রহস্যের এখনও মীমাংসা হয়নি। ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার এখানেই । এই অঞ্চলে ড্রোন ওড়াতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে ড্রোনের কোনও অনুমতি নেওয়া ছিল না বলেই জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।