BJP বিধায়কে গিরে ' Go Back' TMC কাউন্সিলরের, জমা জল না দেখেই ফিরত বনগাঁ থেকে

Published : Jul 17, 2025, 05:23 PM ISTUpdated : Jul 17, 2025, 05:26 PM IST
BJP MLA Ashok Kirtaniya faces protests in Bangaon

সংক্ষিপ্ত

বনগাঁ পৌরসভায় নিজের এলাকা ১৪ নম্বর ওয়ার্ডের জলমগ্ন স্থান পরিদর্শনে গিয়ে তৃণমূল কাউন্সিলর ও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া । 

বনগাঁ পৌরসভায় নিজের এলাকা ১৪ নম্বর ওয়ার্ডের জলমগ্ন স্থান পরিদর্শনে গিয়ে তৃণমূল কাউন্সিলর ও সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া । উঠলো গো ব্যাক স্লোগান। এলাকা পরিদর্শন না করেই খালি হাতে ফিরতে হলো বিধায়ককে ।

উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক কির্তনিয়া বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকার সুভাষপল্লী মাঠপাড়ায় পরিদর্শনে আসেন বৃহস্পতিবার । বিধায়ক এই ওয়ার্ডেরই বাসিন্দা। কিন্তু ভোটে জেতার পর থেকে এলাকায় কোনদিন দেখা মেলেনি। তেমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ আজ ভোট ভিক্ষা করতে আসছেন বিধায়ক। সেই অভিযোগ তুলে বনগাঁ পৌরসভার তৃণমূল কংগ্রেসের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহা ও স্থানীয় সাধারণ মানুষ বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়াকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে । বিধায়ক ও কাউন্সিলর বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ।

এই বিষয়ে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পাপাই রাহা জানিয়েছেন ভোটে জেতার পর থেকে নিজের ওয়ার্ডে পাঁচ বছরে আগে কখনও দেখা মেলেনি বিধায়কের । আগামিদিনে ভোট সেই কারণে আজ ভোট ভিক্ষার জন্য এলাকায় এসেছিল । এলাকার সাধারণ মানুষ গো ব্যাক স্লোগান দিয়েছে ।

অন্যদিকে বিজেপি বিধায়ক অশোক কির্তনীয়া জানিয়েছেন আমি জলমগ্ন এলাকা পরিদর্শন করতে এসেছিলাম । তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সমস্ত অভিযোগ করছেন । সাধারণ মানুষ কার সঙ্গে আছে আগামীতে বুঝিয়ে দেবে ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?