
West Bengal News: জমি নিয়ে বিবাদের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন দিদি। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ অভিযুক্তের। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। বুধবার রাতে মালদহের ইংরেজবাজার থানার মহদিপুর পিয়াস বাড়ি গ্রামের ঘটনা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রীতা মন্ডল (৩০)। স্বামী রণজিৎ দাস। আসানসোলের দুর্গাপুরে শ্বশুরবাড়ি। গত দুই বছর আগে বিয়ে হয়েছে। বাবার বাড়ি মহদিপুর পিয়াস বাড়ি গ্রামে। প্রায় একমাস আগে বাবার বাড়ি এসেছিলেন ওই মহিলা। দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। কোর্টে মামলা হয়। বুধবার জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে।
অভিযোগ, সেই সময় অভিযুক্ত মামাতো ভাই টিংকু মন্ডল ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। রিতা মন্ডলের গলায় কোপ লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
অন্যদিকে, বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার দারিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিবনগর এর বাসিন্দা আমিন আলী সরদারের অভিযোগ, তার দুই ভাইপো আজিজুল সরদার ও সেলিম সরদার চুরির অভিযোগ দিয়ে ঘুম থেকে তুলে বাঁশ দিয়ে বেঁধড়ক মারধর করে। এরপর তাকে বাড়ির পাশেই ইলেকট্রিক পোস্টারে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় মানুষজন এসে তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এই ঘটনায় আমিন আলী ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।