‘বিজেপিতে যোগ দিয়েছিল বলেই দণ্ডি কাটানো হয়েছে। মুকুল রায়ের মতো যারা বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিল, তাদের তো দণ্ডি কাটানো হয়েনি। আদিবাসী মহিলা বলেই দণ্ডি কাটানো হয়েছে। বাংলায় আদিবাসী মহিলাদের উপর অত্যাচার চলছে’
'বিজেপিতে যোগ দিয়েছিল বলেই দণ্ডি কাটানো হয়েছে। মুকুল রায়ের মতো যারা বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিল, তাদের তো দণ্ডি কাটানো হয়েনি। আদিবাসী মহিলা বলেই দণ্ডি কাটানো হয়েছে। বাংলায় আদিবাসী মহিলাদের উপর অত্যাচার চলছে। তৃণমূলের মতো গুন্ডাদের জেলেই থাকতে হবে, সমাজে জায়গা নেই। তৃণমূলকে জব্দ করতে বঙ্গ বিজেপি একাই যথেষ্ট।' বিস্ফোরক সুকান্ত মজুমদার।