Crime News : থানায় অভিযোগ জানিয়েও শেষ রক্ষা হল না, শ্রীঘরে স্ত্রী ও প্রেমিক

Crime News : হুগলির মগরা থানার কুন্তীঘাটে পরকীয়ার জেরে নৃশংস খুনের ঘটনা। প্রসেনজিৎ দাস নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে তাঁর স্ত্রী ও প্রেমিক সুব্রত ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Share this Video

Crime News : পরকীয়া সম্পর্কের জেরে চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটল হুগলির মগরা থানার অন্তর্গত কুন্তীঘাট বিসপাড়ায়। স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো ৩৪ বছর বয়সী যুবক প্রসেনজিৎ দাসকে। এই ঘটনায় নিহতের স্ত্রী এবং তাঁর প্রেমিক সুব্রত ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পেশায় সেন্টারিং কর্মী প্রসেনজিৎ দাসের পরিবারের অভিযোগ, দীর্ঘ ১৪ বছরের বিবাহিত জীবনে সম্প্রতি ছন্দপতন ঘটে তাঁর স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে। স্থানীয় যুবক সুব্রত ভক্তের সাথে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সন্ধ্যাবেলা সুব্রত মত্ত অবস্থায় প্রসেনজিতের বাড়িতে চড়াও হয়। প্রসেনজিৎ বাড়িতে ফিরলে বচসা শুরু হয় এবং সেই সময় সুব্রত আচমকা একটি ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিতের ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রসেনজিৎ এই সম্পর্কের কথা জানতে পেরে অনেকবার সুব্রতকে বারণ করেছিলেন এবং স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। এমনকি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তিনি মগরা থানায় সুব্রতের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। তাঁদের একটি নাবালক পুত্র সন্তান রয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মগরা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত সুব্রত ভক্ত এবং নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পূর্বপরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Video