কে বঙ্গ বিজেপির সভাপতি? নাম ঘোষণা হতে পারে অমিত শাহের রাজ্য সফরের আগেই

 

BJP President Election:আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে বিজেপি ঘর গোছাতে মরিয়া। তাই সভাপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়।

 

Saborni Mitra | Published : Mar 16, 2025 5:16 PM
110
বিজেপির রাজ্যসভাপতি

বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর।

210
লক্ষ্য বিধানসভা নির্বাচন

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে বিজেপি ঘর গোছাতে মরিয়া। তাই সভাপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়

310
সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচন

সম্প্রতি বিজেপি ২৫জন সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছেন। ৩৯ জন সাংগঠনিক জেলা সভাপতির পদ রয়েছে।

410
কোর কমিটির বৈঠক

সূত্রের খবর ইতিমধ্যেই শুরু হয়েছে বিজেপির কোর কমিটির বৈঠক। এই বৈঠকই সভাপতি নির্বাচনে বড় ভূমিকা নেয়।

510
কোর কমিটির বৈঠকে সদস্যরা

সূত্রের খবর আলোচনায় বসেছেন সুনীল বনশল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায় ও বঙ্গ বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বরা।

610
অমিত শাহের বঙ্গ সফর

চলতি মাসের শেষে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। সূত্রের খবর শাহী সফরের আগেই বিজেপি সভাপতি নির্বাচনের করে ফেলবে।

710
সুকান্ত মজুমদারের উত্তরসুরী

কে হবেন সুকান্ত মজুমদারের উত্তরসূরী তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে বিজেপির অন্দরে।

810
মহিলা সভাপতি

বিজেপি সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্য়ায়ে টক্কর দিতে মহিলা সভাপতি করতে চাইছে বিজেপি। আলোচনায় রয়েছে একাধিক নাম।

910
গুরুদায়িত্ব

এবার বঙ্গ বিজেপির যে সভাপতি হবেন তাঁর ঘাড়ে পড়বে গুরু দায়িত্ব। কারণ এক বছর পরেই রাজ্য বিধানসভা নির্বাচন। বিরোধী দল থেকে শাসক দল হতে মরিয়া চেষ্টা করছে বিজেপি।

1010
সফল সভাপতি

রাজ্য বিজেপির সফল সভপতি দিলীপ ঘোষ। তাঁকে ফিরিয়ে আনার ব্যাপারেও আলোচনা হচ্ছে বলেও সূত্রের খবর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos