কে বঙ্গ বিজেপির সভাপতি? নাম ঘোষণা হতে পারে অমিত শাহের রাজ্য সফরের আগেই
BJP President Election:আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে বিজেপি ঘর গোছাতে মরিয়া। তাই সভাপতি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
চলতি মাসের শেষে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। সূত্রের খবর শাহী সফরের আগেই বিজেপি সভাপতি নির্বাচনের করে ফেলবে।
710
সুকান্ত মজুমদারের উত্তরসুরী
কে হবেন সুকান্ত মজুমদারের উত্তরসূরী তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে বিজেপির অন্দরে।
810
মহিলা সভাপতি
বিজেপি সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্য়ায়ে টক্কর দিতে মহিলা সভাপতি করতে চাইছে বিজেপি। আলোচনায় রয়েছে একাধিক নাম।
910
গুরুদায়িত্ব
এবার বঙ্গ বিজেপির যে সভাপতি হবেন তাঁর ঘাড়ে পড়বে গুরু দায়িত্ব। কারণ এক বছর পরেই রাজ্য বিধানসভা নির্বাচন। বিরোধী দল থেকে শাসক দল হতে মরিয়া চেষ্টা করছে বিজেপি।
1010
সফল সভাপতি
রাজ্য বিজেপির সফল সভপতি দিলীপ ঘোষ। তাঁকে ফিরিয়ে আনার ব্যাপারেও আলোচনা হচ্ছে বলেও সূত্রের খবর।