বিজেপির নতুন জেলা সভাপতির নাম ঘোষণা, নতুন মুখেই ভরসা গেরুয়া শিবিরের

Published : Mar 15, 2025, 07:29 PM IST

BJP district presidents:৩৯টির মধ্যে ২৫টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা বিজেপির। নতুনদের ওপর ভরসা গেরুয়া শিবিরের। নতুন জেলা সভাপতি নির্বাচনের পরই ক্ষোভ বাড়ছে রাজ্য বিজেপির সদস্যদের মধ্যে।  

PREV
110
বিজেপির সভাপতি নির্বাচন

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি রাজ্যসভাপতি নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়েছে তারই প্রক্রিয়া।

210
শক্তিশালী সংগঠন

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংগঠনকে ঢেলে সাজাতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারই প্রক্রিয়া শুরু হয়েছে। ৩৯টি সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছিল।

310
সাংগঠনিক জেলা সভাপতি

রবিবার বিজেপি ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করেছে। কিন্তু তাই নিয়ে তৈরি হয়েছে চাপান উতোর।

410
নতুন মুখ

বিজেপির নতুন জেলা সভাপতির তালিকায় ২৫টির মধ্যে ১৭ জনই নতুন। ৮জন মাত্র পুরনো।

510
বাকি ১৮

কিন্তু এখনও ১৮টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারেনি বিজেপি।

610
করা যাবে রাজ্য সভাপতি নির্বাচন

বিজেপির নিয়ম অনুযায়ী রাজ্য সভাপতি নির্বাচনে ২৪ জন সাংগঠনিক জেলা সভাপতির সম্মতির প্রয়োজন। তাই নতুন সাংগঠনির জেলা সভাপতিরা রাজ্য সভাপতি নির্বাচন করতে পারবেন।

710
কলকাতার সভাপতি অপরিবর্তিত

কলকাতা উত্তর ও দক্ষিণে সভাপতি পরিবর্তিত রাখল বিজেপি।

810
বিজেপিতে বিদ্রোহ

সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা হতেই একাধিক জায়গায় শুরু হয়েছে বিদ্রোহ। যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি জেলাও।

910
রাজ্য সভাপতি নির্বাচন

বিজেপি সূত্রের খবর খুব দ্রুত রাজ্য সভাপতি নির্বাচন করা হবে। যার কারণে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে।

1010
আমিত শাহের বঙ্গ সফর

আমিত শাহের এই রাজ্যে আসার কথা। বিজেপি সূত্রের খবর তার আগেই নতুন রাজ্যসভাপতির নাম ঘোষণা করা হতে পারে। তারই প্রক্রিয়া শুরু হয়েছে।

click me!

Recommended Stories