আজ থেকেই ভোট প্রচার শুরু বিজেপির, একদিনে ১৩০০০ পথসভা গেরুয়া শিবিরের

Published : Dec 04, 2025, 10:41 PM IST

ভোটের দিনক্ষণ ঘোষণা তো দূরের কথা এখনও রাজ্যে SIR শেষ হয়নি। রাজনৈতিক মহলের ধারনা ফেব্রুয়ারি মার্চ মাসে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে। কিন্তু তার আগেই ভোট প্রচার শুরু করে দিল বিজেপি।

PREV
15
ভোটের ডঙ্কা!

ভোটের দিনক্ষণ ঘোষণা তো দূরের কথা এখনও রাজ্যে SIR শেষ হয়নি। রাজনৈতিক মহলের ধারনা ফেব্রুয়ারি মার্চ মাসে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে। কিন্তু তার আগেই ভোট প্রচার শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার ভোট প্রচারের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

25
পথসভা

বিজেপির ঘোষণা অনুযায়ী রাজ্যে ভোটের আগে বিজেপি কমপক্ষে ১৩ হাজার পথসভা করবে। কাল থেকেই প্রচার শুরু হবে। বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি রাহুল সিনহা জানিয়েছেন,'এরাজ্যে প্রকাশ্য নির্বাচনী অভিযান শুরু করছি।আগামিকাল পথসভার মধ্যে দিয়ে নির্বাচনী যুদ্ধের প্রচার অভিযানের সূত্রপাত হচ্ছে '

35
প্রচার অভিযান

রাহুল সিনহা জানিয়েছেন, পাঁচ থেকে সাতটি বুথ নিয়ে একটি করে শক্তিকেন্দ্র গঠন করা হবে। রাজ্যে ১৩ হাজারের মত শক্তিকেন্দ্র তৈরি করা হবে। প্রত্যেকটা শক্তিকেন্দ্রে একটি করে পথসভা আয়োজন করা হবে। শুক্রবাই ১৩০০০ পথসভা হবে।

বিকেল ৫টা থেকে ৭টার মধ্যে সেগুলি হবে।

45
বিধানসভাকে কেন্দ্র করে জনসভা

বিজেপি সূত্রের খবর ১৫ জানুয়ারির পর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রকে ভিত্তি করে জনসভা শুরু হবে। সেই সব জনসভাগুলিতে রাজ্য ও কেন্দ্রীয় প্রতিনিধিরা থাকবেন। বিজেপি সূত্রের খবর রাজ্য বিজেপি রীতিমত আঁটঘাট বেধেই নির্বাচনী প্রচার শুরু করছে।

55
মোদীর সভা

বিজেপি সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ৩টি জনসভা করেছেন। আরও ৭টি জনসভা করবেন তিনি। ২০ ডিসেম্বর রানাঘাটে জনসভা রয়েছে তাঁর। পরে প্রয়োজন বুঝে মোদীর জনসভার সংখ্যা বাড়ান হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories