SIR-এ ৫২ লক্ষ নাম বাদ! জানুন হিন্দু নাম মুসলিম কাদের নাম বেশি কাটল ভোটার তালিকা থেকে

Published : Dec 04, 2025, 04:53 PM IST

রাজ্যে SIR শুরু হওয়ার আগেই বিজেপি দাবি করেছিল রাজ্যে প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়বে। কিন্তু এখনও পর্যন্ত সেই সংখ্যার ধারে কাছে পৌঁছায়নি সেই সংখ্যা। জানুন হিন্দু না মুসলিম - কাদের নাম বেশি বাদ গেল। 

PREV
15
SIR-এ নাম বাদ!

রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধন চলছে। দিন যত এগিয়ে যাচ্ছে, ততই বাড়ছে নাম বাতিল হওয়ার সংখ্যা। যদিও রাজ্যে SIR শুরু হওয়ার আগেই বিজেপি দাবি করেছিল রাজ্যে প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়বে। কিন্তু এখনও পর্যন্ত সেই সংখ্যার ধারে কাছে পৌঁছায়নি সেই সংখ্যা।

25
নাম বাদের সংখ্যা

নির্বাচন কমিশন সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫২ লক্ষের নাম। কমিশনের হিসেব অনুযায়ী সেই সংখ্যা হল ৫২,০৮,৪৩১ ভোটারের নাম। যারমধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষ ৩৪ হাজার। খোঁজ পাওয়া যায়নি ৯ লক্ষ ভোটারের। ১৮ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে।

35
চূড়ান্ত নয়...

যদিও এই সংখ্যাটা চূড়ান্ত নয়। কারণ নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে চূড়ান্ত সংখ্যা পাওয়া যাবে চাডান্ত ভোটার তালিকা প্রকাশের পরই। নির্বাচন কমিশন SIR-এর মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে। যার যদিও কমিশনের কর্তাব্যক্তিরা মনে করছেন , খসড়া তালিকায় একটা হিসেব পাওয়া যাবে। চূড়ান্ত তালিকায় স্পষ্ট করে বাতিল হওয়ার সংখ্যা পাওয়া যাবে।

45
নজরে ৩ জেলা

নির্বাচন কমিশন সূত্রের খবর তিন জেলায় অসংগৃহীত ফর্ম সবথেকে বেশি। সেগুলি হল-

১। উত্তর ২৪ পরগনা- সাড়ে ৭ লক্ষ ভোটার নিখোঁজ

২। দক্ষিণ ২৪ পরগনা

- ৬ লক্ষ নাম বাদ

৩। হাওড়া- ৪ লক্ষ ভোটার নেই

55
হিন্দু না মুসলিম

নির্বাচন কমিশন সূত্রের খবর এখনও পর্যন্ত ৫২ লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে। কমিশন সূত্রের খবর, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটার বাদ যাওয়ার প্রবণতা খুব একটা বেশি নয়। তবে বেশি নাম বাদ যাচ্ছে সীমান্তবর্তী হিন্দু অধ্যুষিত অঞ্চলে। যা রীতিমত উদ্বেগেরও বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

Read more Photos on
click me!

Recommended Stories