বাংলাদেশ বয়কটের ডাক এপারে, দীপু দাস হত্যার প্রতিবাদে ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির

Published : Dec 24, 2025, 03:18 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

BJP Protest On Bangladesh Issues:ওপার বাংলায় হিন্দু যুবক খুনে ক্রমশ বাড়ছে সাম্প্রদায়িক দ্বন্ধ। চড়ছে হিন্দু নিধনের আগুন। এই আবহে এবার ভারতেও উঠল বাংলাদেশ বয়কট স্লোগান। কী বলছে গেরুয়া শিবির? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

BJP Protest On Bangladesh Issues: নৈরাজ্যের বাংলাদেশে অব্যাহত অশান্তির আগুন। চট্টগ্রামের হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদের আঁচ এপার বাংলাতেও। এবার ভারতের চিকেন নেকের শিলিগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে বিক্ষোভ বিজেপির। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলার ঘটনা ঘটছে।

দীপু দাস নামে বাংলাদেশের সংখ্যালঘু এক যুবককে প্রকাশ্যে রাস্তায় হত্যা করা হয়েছে। আগুনে পুড়িয়ে মারা হয়েছে তাঁকে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন। ক্রমশ সুর চড়ছে বাংলাদেশের বিরুদ্ধে। 

বয়কট বাংলাদেশ স্লোগান ভারতে:-

বুধবার ভারতের চিকেন নেক বলে পরিচিত শিলিগুড়ির ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের যানবাহনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী। বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ হোক এই দাবি তুলে বিক্ষোভে সামিল হয় বিজেপি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সংগঠনের তরফে ভারত দখলের হুংকারের বিরুদ্ধে গর্জে উঠেছে বিজেপি।

বেশ কিছুদিন যাবত ভারতের সেভেনস্টার দখলের হুমকি সোশ্যাল মিডিয়ায় অনবরত দিয়ে চলেছেন বাংলাদেশের একাংশ নাগরিক। তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। আজ শিলিগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে গর্জে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা। তবে গোটা ঘটনার ওপর নজর ছিল বিএসএফ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের।

শুধু তাই নয়। এদিকে অশান্তির আবহে ফের ভারত সরকারের কাছ থেকে চাল ভিক্ষা বাংলাদেশের। জানা গিয়েছে, শত ঘৃণ্যভাষণের পরও ভারতের কাছে হাত পাততে ভুলছে না বাংলাদেশ। এবার সেদেশে তীব্র খাদ্য সঙ্কট শুরু হওয়ায় ভারতের কাছ থেকে চাল কেনার আর্জি জানাল মোল্লা ইউনূস সরকার। যারফলে ভারত থেকে এবার প্রায় ৫০ লক্ষ টন চাল কিনতে চলেছে বাংলাদেশ।

সূত্রের খবর, ভাড়ে মা ভবানী দশা বাংলাদেশের। দেশের মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতেও ব্যর্থ ইউনূস প্রশাসন। এই অবস্থায় নয়াদিল্লির সঙ্গে সুষ্ঠু সম্পূর্ক বজায় রাখতে এবার ভারতের কাছ থেকে ফের চাল কেনার ইচ্ছা প্রকাশ করল বাংলাদেশ। এমনকি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও উন্নত করার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেছেন সেদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: দীপু দাস কাণ্ডের প্রতিবাদ করায় লাঠিচার্জ! শাসককের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ শুভেন্দুর
বাংলাদেশে হিংসা, কলকাতায় হিন্দুদের প্রতিবাদে 'লাঠিচার্জ'! মমতাকে হুঁশিয়ারি সুধাংশু ও শুভেন্দুর