সোমবার শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয়ে প্রচার করছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই বিতর্কিত মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের
আবারও বেসামাল প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এবারও তাঁর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই এবার বিতর্কিত মন্তব্য করলেন তিনি। একদিন লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেছেন কেন্দ্রের বিরুদ্ধে সেখানে সেই প্রকল্প নিয়েই এবার সরব হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সোমবার শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয়ে প্রচার করছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই তিনি নিশানা করেন মমতা ও অভিষেককে। তিনি বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার কিনি মমতা - অভিষেকের বাপের টাকা নাকি! যে বন্ধ করে দেবে।' তিনি আরও বলেন, 'আপনানা ওসপব ভাঁওতাবাজিতে কান দেবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেটা দেওয়া হয় সেটা কারও বাপের টাকা নয়। ' সূত্রের খবর নিচু তলার তৃণমূল কর্মীরা প্রচার করছেন তৃণমূল ক্ষমতায় না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। এদিন তারই উত্তর এভাবেই দেন অভিজিৎ।
তিনি আরও বলেন, এই টাকা আসে সরকারি কোষাগার থেকে। যে ১০০০ বা ১২০০ টাকা দেওয়া হয় সেটা অত্যন্ত কম বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন গোটা দেশে যেখানে এজাতীয় প্রকল্প চালু আছে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছেছে সেখানে আরও বেশি টাকা দেওয়া হয়। তিনি বলেন অসমে ৩ হাজার টাকা দেওয়া হয়। উত্তর প্রদেশ ও রাজস্থানে দেওয়া হয় সাড়ে তিন হাজার টাকা। বিজেপিও রাজ্যে প্রচার করেছে যে তারা ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে দেবে।
অভিজিৎ আরও বলেন, বিজেপি সরকারে এলে ৩ হাজার টাকার প্রকল্প অন্নপূর্ণ ভাণ্ডার চালু করবে। এদিন তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তৃণমূল সরকার পড়ে যাবে। সেটা যদি না হয় তাহলে ২০২৬ সালে নির্বাচন বিজেপি রাজ্যে সরকার গঠন করবে। এর আগে একই কথা বলেছেন শুভেন্দু অধিকারী।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি বলেন, 'উনি মাঝেমধ্যেই আপত্তিকর কথা বলছেন। লক্ষ্মীর ভাণ্ডার যেমন কারও বাপের টাকা নয়, সেরকম ওঁরা যে বলেন কেন্দ্রীয় সরকারের টাকা সেগুলিও বিজেপির কারও বাপের টাকা নয়।' রাজ্যের পাওনা আটকে রাখার জন্য বিজেপিকে নিশানা করেন তিনি।