সংসদে একী কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের! অমিত মালব্য ভিডিও পোস্ট করে বললেন 'বেহায়া গুণ্ডা'

অমিত মালব্য মাত্র তিন সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সংসদের বাজেট অধিবেশনে যে বক্তব্য রেখেছিলেন তারই ভিডিও শেয়ার করেছেন।

 

তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংসদের ভিতরে অশালীন মন্তব্য করার অভিযোগ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। নিজের বক্তব্যের প্রমান সাপেক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন নিজের এক্স হ্যান্ডেলে। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়েরও তীব্র সমালোচনা করেন তিনি।

অমিত মালব্য মাত্র তিন সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সংসদের বাজেট অধিবেশনে যে বক্তব্য রেখেছিলেন তারই ভিডিও শেয়ার করেছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিছু বলতে শোনা যায়। তবে শ্রীরামপুরের সাংসদ কী বলেছেন তা অবশ্য স্পষ্ট নয়। দেখুন সেই ভিডিও। এশিয়ানেট নিউজ বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি।

Latest Videos

 

 

অমিত মালব্য ক্যাপশনে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যয়ের ঘনিষ্ট সহযোগী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনেকটা তাঁর নেতার মতই। তাঁরও মুখের ভাষা খুব নোংরা। তারপরই অমিত মালব্য বলেন, 'তিনি বাঁড়া শব্দটি ব্যবহার করেছেন। যার অর্থ ডিক।' ট্রেজারি বেঞ্চকে লক্ষ্য করেই এই কথা বলেছেন। এটি তৃণমূল সাংসদের স্তর। অকথ্য , বেহায়াপনা, নিম্নস্তরের গুন্ডা- যারা নর্দমার স্তরের রাজনীতির প্রতীক।

এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও সংসদের বাইরে প্রতিবাদের সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করে বিতর্কে জড়িয়েছিলেন। তৃতীয় মোদী সরকারের প্রথম অধিবেশনেই চু কিত কিত মন্তব্য করেছিলেন। কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik