মমতা বন্দ্যোপাদ্যায়ের কালীঘাটের বাড়ি সংলগ্ন দফতরি BLOরা। এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত BLOরা তাঁর বাড়়ি সংলগল্ন কার্যকায়ে দিয়ে এসেছেন এনুমারেশন ফর্ম। সেই এনুমারেশন ফর্ম নিয়েই সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা মমতার।
মমতা বন্দ্যোপাদ্যায়ের কালীঘাটের বাড়ি সংলগ্ন দফতরি BLOরা। এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত BLOরা তাঁর বাড়়ি সংলগল্ন কার্যকায়ে দিয়ে এসেছেন এনুমারেশন ফর্ম। বুধবারই এই ফর্ম তাঁর এলাকায় বিলি করা হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন তাঁর ফর্ম পুরণের শর্তের কথা।
25
SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা
সোশ্যাল মিডিয়া রাজ্যে চলা এসআইআর নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অবশ্য সরাসরি বিরোধিতা করেননি। কিন্তু নিজে এনুমারেশন ফর্ম ফিলাপের পর মমতা বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট করে দিয়েছেন তাঁর শর্তের কথা। তিনি বলেছেন তাঁর এই শর্ত পুরণ না হলে তিনি ফর্ম ফিলআপ করবেন না।
35
মমতার শর্ত
ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন 'যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদমাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে, ‘আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে BLO-র কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি!’ এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।'
মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথমেই বলেছেন, 'গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে – রেসিডেন্সের ক'জন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।
'
55
SIR-এর প্রতিবাদ
প্রথম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় এসআইআর-এর প্রতিবাদ করেছেন। এই প্রক্রিয়ার প্রতিবাদে তিনি পথে নেমেছেন। মিছিল করেছেন কলকাতার রাজপথে। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কিন্তু এবার মমতার বাড়িতে বিএলওরা ফর্ম দিয়ে যাওয়ার পরই বড় হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।