বুধবার আলিপুর হাওয়া অফিস সূত্র খবর, এদিন রাজ্যের অন্তত ২০টি জায়গায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। বাংলার সমতল এলাকার মধ্যে এদিন পুরুলিয়া ছিল শীতলতম। এখানে রাতের তাপমাত্রা নেমে এসেছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গে উলুবেড়িয়া, মেদিনীপুর, দিঘা, বাঁকুড়া, শ্রীনিকেতন, কলাইকুণ্ডা, বর্ধমান, আসানসোন ও সিউড়িতে এবং উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও সিউড়িতে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে এসেছে।