মমতার পর এবার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে ব্রাত্য বসু, সমস্যা সমাধান কি এবার হবে

Published : Apr 10, 2025, 09:21 PM IST
CM Mamata Banerjee addresses the aggrieved teachers at Netaji Indoor Stadium

সংক্ষিপ্ত

SSC Case Update: শুক্রবার, সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহরাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশভবনে হবে চাকরিহারাদের সঙ্গে বৈঠক। ব্রাত্য বসুর সঙ্গে থাকবে এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার। 

SSC Meet: সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুক্রবার, তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশভবনে হবে চাকরিহারাদের সঙ্গে বৈঠক। ব্রাত্য বসুর সঙ্গে থাকবে এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার। দুপুর ২টো থেকে শুরু হবে বলেও সূত্রের খবর।

নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক ও প্রতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এই কথা বলেই ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ে কাজ হারিয়েছেন প্রায় ২৬ হাজার। সুপ্রিম কোর্টের রায়ের পরই চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার আশ্বাস দেন। কিন্তু তারপরেও চাকরিহারারা আশ্বস্ত হয়নি। সোমবারের পর থেকেই তারা অনশন আন্দোলন বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। এই অবস্থায় চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনিও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন। তবে প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধানের কোনও পথ পাওয়া যাবে কিনা - তা নিয়ে।

এরই মধ্যে এদিন মহামিছিল ও এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারারা। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে মিছিল হয়। চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের মিছিলেন উপস্থিত ছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়ার মত প্রতিবাদীরা।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রয়ে চাকরি হারিয়েছেন, প্রায় ২৬০০০ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের অভিযোগ যোগ্যও অযোগ্যদের আলাদা করা যায়নি। ফলে সুপ্রিম কোর্ট ২০১৬ সালে পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে। যার করাণে যারা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের সঙ্গে যোগ্যদের চাকরি গিয়েছে। তারপর থেকেই যোগ্যদের সঙ্গে অযোগ্যরাও চাকরি ফেরত পেতে বিক্ষোভ অবস্থান করছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ