Saayoni Ghosh News: সুপ্রিম রায়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক, বড় আশ্বাস তৃণমূল সাংসদ সায়নীর

Published : Apr 10, 2025, 05:57 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Saayoni Ghosh on Teachers: সুপ্রিম কোর্টের রায়ে নিমেষের মধ্যে চাকরি চলে গিয়েছে ২০১৬-র প্যানেলের ২৫ হাজার ৭৫৩ জনের। যোগ্য-অযোগ্য বাছাই না করেই এভাবে হকের চাকরি চলে যাওয়ায় বাংলাজুড়ে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। বুধবার চাকরিহারা স্কুল শিক্ষক-শিক্ষিকা   

Saayoni Ghosh on Teachers: সুপ্রিম কোর্টের রায়ে নিমেষের মধ্যে চাকরি চলে গিয়েছে ২০১৬-র প্যানেলের ২৫ হাজার ৭৫৩ জনের। যোগ্য-অযোগ্য বাছাই না করেই এভাবে হকের চাকরি চলে যাওয়ায় বাংলাজুড়ে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। বুধবার চাকরিহারা স্কুল শিক্ষক-শিক্ষিকাদের কসবার ডিআই অফিস অভিযান ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের উপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। শুরু হয়ে গিয়েছে তরজা।

এই আবহে শিক্ষকদের উপর হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। বলেন, ''শিক্ষকদের প্রতি আচরণে পুলিশের আরও সংযত হওয়া উচিত ছিল। শিক্ষকদেরও আরও সংযত আচরণ করা উচিত।'' এখানেই শেষ নয়, তিনি আরও জানান, প্রতিবাদ করতে গিয়ে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আইন যেন নিজের হাতে তুলে নেয় না। একই সঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেন সায়নী ঘোষ।

গঠনমূলক কিছু চাইছেন না বলে কটাক্ষ করেন বিরোধীদের। যাদবপুরের তৃণমূল সাংসদের আরও দাবি, মুখ্যমন্ত্রীর প্রতি শিক্ষক-শিক্ষিকারা যাতে ভরসা রাখেন। মুখ্যমন্ত্রী এই ইস্যুর প্রতি অত্যন্ত মানবিক বলেও জানিয়েছেন তিনি। যদিও যোগ্য-অযোগ্য বিচার না করে একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়া নিয়ে ক্রমশ চড়ছে ক্ষোভের আগুন। যার প্রভাব ছাব্বিশের ভোট বাক্সেও পড়বে বলে দাবি করেছে বিরোধীরা। যদিও বিরোধীদের এই বক্তব্য মানতে নারাজ তৃণমূল সাংসদ। তাঁর দাবি, কঠিন সময়ের মধ্যে এলে ঠান্ডা মাথায় এর মোকাবিলা করতে হবে। এর প্রভাব ভোট বাক্সে পড়বে না বলেও জানিয়েছেন সায়নী ঘোষ।

বৃহস্পতিবার সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে উপস্থিত হয়ে চাকরি হারাদের ওপর লাঠিচার্জ ইস্যুতে এই মন্তব্য করতে শোনা যায় তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে। এদিন তৃণমূল সাংসদ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী ও সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?