Flood Situation Update: ইচ্ছেমতো ছুটি নিতে পারবেন না সরকারি কর্মীরা! বন্যা পরিস্থিতিতে কড়া নির্দেশিকা নবান্নের

Published : Jul 16, 2025, 10:15 PM IST
Madhya Pradesh Flood

সংক্ষিপ্ত

West Bengal News: ঘাটালের বন্যা পরিস্থিতি নজরে রাখতে এবার বাতিল হল সরকারি কর্মীদের সবরকম ছুটি। দেওয়া হল বিশেষ নির্দেশ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

West Bengal News: বন্যা পরিস্থিতিতে ত্রাণের কোনও রকম ঘাটতি করা যাবে না। রান্না করা খাবার কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রতিদিনই করতে হবে বিলি। স্বাস্থ্যকর্মী সহ সমস্ত সরকারি বিভাগের কর্মীদের বাতিল করা হল সমস্ত রকম ছুটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নির্দেশ পেয়ে বুধবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে এমনই একাধিক কড়া নির্দেশিকা দেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া। 

 যতদিন যাচ্ছে ততই ঘোরালো হয়ে উঠছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বন্যা পরিস্থিতি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রশাসনের তরফেও কোনও রকম ইতিবাচক বার্তা আসছে না ফলের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ঘাটালের চন্দ্রকোনা, দাসপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে।

 এদিন বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মন্ত্রী মানসরঞ্জন। তিনি বলেন, ‘’প্রকৃতির কাছে আমরা আজও অসহায়। বিগত ১০ বছরে এমন বিপুল পরিমাণ বৃষ্টি আমরা দেখিনি। এর পাশাপাশি ভিন রাজ্যের জলধারগুলি থেকে যথেচ্ছ জল ছাড়া ফলে বাংলার বন্যা পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সমস্ত রকম ভাবে তৈরি রয়েছি, যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য।'' এদিকে সাধারণ মানুষ বলছেন, আর কতদিন এই জলযন্ত্রণা ভোগ করতে হবে? প্রতি বছর তাঁদের আশ্বাস ছাড়া কি আর কিছুই পাওনা নেই!

অন্যদিকে, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় রয়েছেন জীবনানন্দ কলোনি এলাকার বাসিন্দারা। ফুলিয়া পুলিশ ফাঁড়ি এবং বাচ্চাদের স্কুলে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। যাতায়াতের ক্ষেত্রে সর্বদাই সমস্যার সম্মুখীন হতে হয় স্কুলের ছোট ছোট ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষের। এ বিষয়ে উদাসীন প্রশাসন। ঘটনা নদীয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের জীবনানন্দ কলোনি এলাকার।

বেহাল রাস্তা নিয়ে তৃণমূলের দাবি, দ্রুত কাজ শুরু হবে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারাই করবেন এই রাস্তার কাজ। এখন রাস্তার সমস্যা নিয়ে শুরু হয়েছে "আমরা - ওরা" রাজনৈতিক তরজা। অপরদিকে রাস্তার সমস্যায় জর্জরিত সাধারণ মানুষজন। 

বৃষ্টি হলেই জল জমে জলমগ্ন হয়ে পড়ে রাস্তা। জমা জলে যাতায়াতের ক্ষেত্রে নিত্যদিন ঘটে চলেছে দুর্ঘটনা। রাস্তায় খানাখন্দে ভরা, জমা জলের কারণে তা মানুষের নজরে আসে না আর তাতেই ঘটছে দুর্ঘটনা। এলাকার মানুষের দাবী দ্রুত রাস্তা মেরামত করুক প্রশাসন। বর্তমানে বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?