বাংলাদেশি অনুপ্রবেশকারী রুখতে বড় পদক্ষেপ BSF-এর, এবার থেকে সীমন্তে নজরদারিতে সিসিটিভি

বাংলাদেশি অনুপ্রবেশ রোধ করার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিএসএফ জানালেন বিএসএফের ডিজি দিলজিত সিং চৌধুরী।

 

সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। একাধিকবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে এই দেশে। একের পর এক জঙ্গির অনুপ্রবেশের ঘটনা ঘটছে। যদিও এই বিষয়ে সতর্ক রাজ্য প্রশাসন। জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই অবস্থায় সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা আরও কড়া করার পরিকল্পনা নিয়েছে ভারত। তাই নিয়েই বিস্তারিত জানিয়েছে বিএসএফ-এর ডিজি।

ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমানা হল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ একাধিক জায়গা বাংলাদেশের সীমানা লাগুয়া। এর ফলে প্রায় সময় বহু বাংলাদেশী কাঁটাতার এবং বিএসএফের নজর এড়িয়ে এরা যে অনুপ্রবেশ হচ্ছে। বাংলাদেশের এই ভয়ানক পরিস্থিতি পর ইতিমধ্যেই সীমান্তে কড়া নজরদাড়ির ব্যবস্থা করেছে বিএসএফ। এবার দেশে অনুপ্রবেশ ঠেকাতে বড়সড়ো পদক্ষেপ নিতে চলেছে বিএসএফ। মঙ্গলবার ডায়মন্ড হারবারে একটি বিএসএফের অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন বিএসএফের ডিজি দিলজিত সিং চৌধুরী। তিনি জানান ভারত বাংলাদেশের বর্ডারে আরো নিরাপত্তা জোরদার করা হয়েছে অনুপ্রবেশ ঠেকানোর জন্য পাশাপাশি যে সকল জায়গায় কাঁটাতারের বেড়া নেই সে সরকার জায়গায় বিএসএফের পক্ষ থেকে টহলদারি বাড়ানো হয়েছে।

Latest Videos

পাশাপাশি বর্ডারে লাগানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছে সীমান্তে। এর পাশাপাশি বেশকিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর জন্য। বিএসএফের মহিলা কর্মীরা গত ২রা নভেম্বর গঙ্গার উৎসব গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত নৌকো বাইচের মাধ্যমে এলাকার মানুষদের গঙ্গা দূষণ প্রতিরোধের যাত্রা শুরু করে, গত ২২ ডিসেম্বর ৫৩ দিন ২৩০০ কিলোমিটার নৌকো বাইচের মাধ্যমে যাত্রার শুভ সমাপ্তি করা হয়। আজ ডায়মন্ড হারবারে বিএসএফের পক্ষ থেকে কুড়িজন মহিলা বিএসএফ কর্মীদেরকে সংবর্ধনা জানান বিএসএফের ডিজি দিলজিত সিং চৌধুরী। মঙ্গলবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডায়মন্ড হারবারের ঐতিহ্যবাহী কেল্লারমাঠে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা। গঙ্গা দূষণ রোধ এবং নারী শক্তিকে উদ্বুদ্ধ করন করার বার্তা দেন বিএসএফের আধিকারিকেরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
Suvendu Adhikari Live: হাওড়ায় মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি