ভোটের আগেই কল্পতরু মমতা সরকার, বিধানসভায় বাজেট পেশের আগেই নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

Published : Jan 27, 2025, 07:06 PM ISTUpdated : Jan 28, 2025, 02:25 PM IST
Budget session in West Bengal to begin on February 10 budget presentation on February 12 bsm

সংক্ষিপ্ত

সরকারের একটি সূত্রের খবর, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। সেখানে স্বারাষ্ট্র, সমাজকল্যাণ, আইন বিষয়ক দফতরে ৬০ জনকে নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছে। 

আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হবে পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশ (West Bengal Budget Session)। বাজেট পেশ করা হবে ১২ ফেব্রুয়ারি। সোমবার রাজ্য মন্ত্রিসভার (Cabinet) বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ জনপ্রিয় প্রকল্পগুলি নিয়ে ঘোষণা থাকতে পারেন। কারণ এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই বাজেটে বড় কোনও ঘোষণা থাকতে পারে বলেও মনে করেছে বিশেষজ্ঞরা।

সরকারের একটি সূত্রের খবর, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। সেখানে স্বারাষ্ট্র, সমাজকল্যাণ, আইন বিষয়ক দফতরে ৬০ জনকে নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছে। সূত্রের খবর বিধানসভা ভোটের আগে বাজেটে রাজ্য সরকার বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারে। এছাড়াও রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মত জনপ্রিয় প্রকল্পগুলিতে অতিরিক্ত কিছু সংযোজন করা হতে পারে বলেও নবান্ন সূত্রের খবর। যদিও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৬ সালের এপ্রিল - মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটি। কারণ আগামী বছর ভোট থাকায় 'ভোট অন অ্যাকাউন্ট' পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতে বছর ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব বেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেয়াদের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তাই কেন্দ্রীয় বাজেট নিয়েও প্রত্যাশা চড়ছে। কেন্দ্রীয় বাজেটে এবার মধ্যবিত্তদের জন্য কী কী থাকবে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি আয়কর নিয়েও  প্রত্যাশা বাড়ছে। কারণ মূল্যবৃদ্ধিতে আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার মত অবস্থা হয়েছে সাধারণ মানুষের। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি