ভোটের দিনেও বেসুরো দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে নিশানা করে বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থীর।
চতুর্থ দফা ভোট গ্রহণে হটসিট বর্ধমান দুর্গাপুর। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের সদস্য কীর্তি আজাদ। প্রতিপক্ষ বিজেপির দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মানেই বিতর্ক। ভোটের দিনেও তার অন্যথা হল না। ভোটের দিন সকালেই দিলীপ ঘোষ নিশানা করেন প্রতিপক্ষ কীর্তি আজাদ। তাও আবার যথেষ্ট বিতর্কিত মন্তব্য।
এদিন সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রের বুথে বুথে ঘুরছিলেন দিলীপ ঘোষ সেখানেই তাঁকে দেখে জয় বাংলা স্লোগান দেয়। তারই পাল্টা দিলীপ ঘোষ নিশানা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে। বুথে বুথে ঘোরার সময়ই সাংবাদিকদের মুখোমুখি হল দিলীপ ঘোষ। সেই সময়ই তিনি বলেন, 'রাজ্যের সরকারি দল সর্বদাই প্রভাবিত করার চেষ্টা করেছ আমাদের এজেন্টকে ঢুকতে দিচ্ছে না।' তিনি আরও বলেন, 'আত্মবিশ্বাস দিয়েই তৃণমূল কংগ্রেসকে হারাচ্ছি। আজ গন্ডোগল করতে আসলে পুরোপুরি ঘরে ঢুকিয়ে দেব। খেলাও হবে গানও বাজবে না। খেলা শেষ হবে। দিদির কীর্তি ঘরে যাবে।' কীর্তি আজাদকে নিশানা করে দিলীপ আরও বলেন, 'কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু দিলীপ ঘোষেক বিরুদ্ধে কোনও দিনও খেলেননি। খেলাটা এবার দেখবেন। খেলা কেমন শেষ করি।
দিলীপ ঘোষের এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল কংগ্রেস। কীর্তি আজাদও কিছু বলেননি। তবে দিলীপ ঘোষ মানেই বিতর্কের সমার্থক। ভোটের আগের দিনও মন্দিরে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। এদিন পাল্টা দিলীপ ঘোষকে দেখে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান তোলেন। তারপরই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দিলীপ ঘোষ।
লক্ষ লক্ষ টাকা রয়েছে দলবদলু কানহাইয়া কুমারের, জানুন কংগ্রেস প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা