বুথে বুথে দলীয় সংঘর্ষ, রক্তারক্তি, খুন! চতুর্থ দফার ভোটে রাজ্যের জেলায় জেলায় অশান্তি

বুথে বুথে দলীয় সংঘর্ষ, রক্তারক্তি! চতুর্থ দফার ভোটে রাজ্যের জেলায় জেলায় অশান্তি

ভোট শুরু হতে না হতেই অশান্তি! চতুর্থ দফার ভোটপর্বে উত্তেজনা বেশ কিছু জেলায়। আজ রাজ্যের মোট আট কেন্দ্রে ভোট রয়েছে। বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। এর মধ্যেই ঝামেলা শুরু হয়ে গিয়েছে বেশকিছু জেলায়। কৃষ্ণনগরের তেহট্টে সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের জেরেই ওই কর্মীর মাথা ফাটে বলে জানা গিয়েছে।

অশান্তির রেশ দেখা গিয়েছে বহরমপুর, বর্ধমান ও দুর্গাপুরেও। এই কেন্দ্রগুলিতে এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

Latest Videos

অশান্তি দেখা গিয়েছে বীরভুমেও। সিউড়ির ১৮৬ ও ১৮৭ নম্বর বুথে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রবল বচসা বাধে তৃণমূল ও বিজেপির মধ্যে। পরে ঘটনাক সামাল দেয় পুলিশ। অন্যদিকে বিজেপি ভোট প্রভাবিত করার চেষ্টা করছিল বলে দাবি করে তৃণমূল।

অশান্তির আঁচ দেখা গিয়েছে বহরমপুরেও। বড়ঞায় কংগ্রেস এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

আসানসোলের রানিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। বিজেপির দলীয় পতাকা খুলে ফেলে তৃণমূল এমনই অভিযোগ উঠেছে পরে প্রতিবাদ করলে বিজেপি ক্রমীকে মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনার সামাল দেয়।

সিউড়িতে বিজেপির অস্থায়ি ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রাতের অন্ধকারে ক্যাম্প ভেঙে দিয়েছে বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

অন্যদিকে পূর্ব বর্ধমানে হাড় হিম করা ঘটনা। ভোটের আগের রাতেই তৃণমূল কর্মী খুন । বোমা মেরে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। সিপিএম কর্মীদের উপরেই আঙুল তুলছেন তাঁরা।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya