কোথাও কোথাও বেশ গোলমাল, আবার কোথাও সন্ত্রাস! কেমন গেল বাংলার উপনির্বাচন?

Published : Nov 14, 2024, 12:15 AM IST
by election uttar pradesh punjab and  kerala dates rescheduled

সংক্ষিপ্ত

বিক্ষিপ্ত গোলমালকে সঙ্গে করেই কিছুটা শান্তিপূর্ণভাবেই মিটল রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। 

বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে মোট ৬৯.২৯ শতাংশ ভোট পড়েছে। তবে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার তালডাংরায়। সেখানে ভোট শতাংশের হার প্রায় ৭৫.২০ শতাংশ। কিন্তু সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটিতে। প্রায় ৬২.১০ শতাংশ। এদিকে কমিশনের কাছে বুধবার বিকেল ৫টা পর্যন্ত মোট ৩৪২টি অভিযোগ জমা পড়েছে নির্বাচনকে কেন্দ্র করে।

তার মধ্যে বিজেপি শিবির থেকেই জমা পড়েছে মোট ৬৬টি অভিযোগ। তৃণমূল পাঁচটি অভিযোগ জানিয়েছে। অন্যদিকে, কংগ্রেস এবং সিপিএম উভয় শিবির থেকে তিনটি করে অভিযোগ জমা পড়েছে। তবে বাস্তব চিত্র অনুযায়ী, অল্প কিছু বচসা এবং গোলমাল ছাড়া এমনিতে শান্তিতেই মিটেছে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।

কোথাও কোথাও ইভিএম সংক্রান্ত অভিযোগ সামনে এসেছে। আবার কোথাও অভিযোগ উঠেছে বিরোধী শিবিরের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না বলে। সকালে ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর এমন বিক্ষিপ্ত বেশ কিছু অভিযোগ উঠে আসে। তবে বড়সড় কোনও গোলমালের খবর সারাদিনে আর উঠে আসেনি। রাজ্যে উপনির্বাচনের জন্য মোট ১০৮ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে কমিশন। যার মধ্যে ২২ কোম্পানি মোতায়েন করা হয়েছিল তালডাংরায়।

ওদিকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত, হা়ড়োয়াতে ৭৩.৯৫ শতাংশ ভোট পড়েছে। উত্তর ২৪ পরগনার নৈহাটিতেও বুধবার ভোট ছিল। সেখানেও মোটের উপর শান্তিতেই ভোটগ্রহণ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত নৈহাটিতে ভোট পড়েছে প্রায় ৬২.১০ শতাংশ। নৈহাটির ভোট শান্তিপূর্ণ হলেও, ঘটনাচক্রে ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যদিও ওই অঞ্চলটি নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নয়।

এদিকে বুধবার, সিতাইয়ের প্রায় বেশিরভাগ বুথেই বিজেপির এজেন্ট দেখা যায়নি। তাদের অভিযোগ, এজেন্টদের আগে থেকেই ভয় দেখানো হয়েছে বলে। যদিও তৃণমূল শিবির সেই অভিযোগ অস্বীকার করেছে।

মেদিনীপুরেও সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। শালবনিতে বুধবার সকালে বিজেপির একজন কর্মীকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই অঞ্চলটি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রেরই অন্তর্গত। এদিন বিকেলে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় জানিয়েছেন, ওই দলীয় কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মেদিনীপুরে কোথাও বড়সড় কোনও গোলমালের অভিযোগ নেই।

এছাড়া আলিপুরদুয়ারের মাদারিহাটে বিকেল ৫টা পর্যন্ত ৬৪.১৪ শতাংশ ভোট পড়েছে। বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া সেখানেও ভোট মোটামুটি শান্তিতেই মিটে গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ