ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে শুরু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
210
বিধানসভা নির্বাচনের আগে এটি রাজ্য সরকারের করা শেষ বাজেট। তাই এই বাজেটেই একটি বড় অঙ্কের মহার্ঘ ভাতা পাওয়ার আশা রাখছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
310
বহুদিন ধরেই নিজেদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত সরকারি কর্মীরা। এবার মিটতে পারে সেই ঝঞ্ঝাট বলেই আশা রাখছেন তাঁরা।
410
প্রশাসনিক সূত্র মারফত জান গিয়েছে, বিধানসভার কথা মাথায় রেখেই বেশ কিছু নতুন প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
510
অতিরিক্ত অর্থ বরাদ্দ হতে পারে রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলিতে।
610
এবার সরকারি কর্মীদের মন পেতে বাজেটে বড় অঙ্কের ডিএ ঘোষণাও করতে পারে সরকার।
710
ডিএ নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ জমেছে সরকারি কর্মীদের মনে। তাই ঠিক কত শতাংশ ডিএ দেওয়া যায় সেই অঙ্ক কষতেই ব্যস্ত মুখ্যমন্ত্রী।
810
কেন্দ্রের অষ্টম পে কমিশন ঘোষণার পরে বেশ অনেকটাই বেড়ে গিয়েছে কেন্দ্র ও রাজ্যের বেতনের ফারাক।
910
কেন্দ্রের কর্মীরা পাচ্ছেন ৫৩ শতাংশ ডিএ এবং এই রাজ্যের কর্মীরা পাচ্ছেন ১৪ শতাংশ ডিএ। তাই ৪ থেকে ৬ শটাংশ ডিএ দেওয়া যায় কি না তাই নিয়ে হিসেবে মুখ্যমন্ত্রী।
1010
২০২৩-এর বাজেটে ৩ শতাংশ ও বড়দিনের সময় ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই বছর বাজেটে কী কপালে আছে সরকারি কর্মীদের তা জানতেই দিন গুণছেন তাঁরা।